Sandip Ghosh: সন্দীপের আইনজীবী জোয়েব রউফের কেবল একটাই চাল! কোন সওয়াল করতেই আজ এজলাসে ঘুরে গেল খেলা?

Sandip Ghosh: শুক্রবার সিবিআই-এর সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা ছিল। কিন্তু ৯০ দিনেও সেটা পারেনি। আর এখানেই খেলা ঘুরেছে। সিবিআই-এর মন্থর গতির জন্যই 'আসল চাল'টা সওয়ালে দিয়ে দিলেন সন্দীপ ঘোষের আইনজীবী জোয়েব রউফ।

Sandip Ghosh: সন্দীপের আইনজীবী জোয়েব রউফের কেবল একটাই চাল! কোন সওয়াল করতেই আজ এজলাসে ঘুরে গেল খেলা?
আদালতে কোন সওয়াল সন্দীপের আইনজীবীর? Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 13, 2024 | 10:39 PM

কলকাতা: সন্দীপ ঘোষ জামিন পেলেন! আরজি কর কাণ্ডে যাঁর বিরুদ্ধে উঠে এসেছে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। দুর্নীতির পাহাড় স্বরূপ অভিযোগ! সেই সন্দীপ ঘোষই জামিন পেয়ে গেলেন! চার্জশিট দিতে পারল না সিবিআই। শুক্রবার সিবিআই-এর সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা ছিল। কিন্তু ৯০ দিনেও সেটা পারেনি। আর এখানেই খেলা ঘুরেছে। সিবিআই-এর মন্থর গতির জন্যই ‘আসল চাল’টা সওয়ালে দিয়ে দিলেন সন্দীপ ঘোষের আইনজীবী জোয়েব রউফ। তিনি এদিন এজলাসে ঠিক কী যুক্তি খাড়া করেন?

কোথায় যুক্তি খাড়া করেন? সন্দীপের জামিনের পর তাঁর আইনজীবী জোয়েব রউফ বলেন,  “কোনই তথ্য প্রমাণ পাওয়া যায়নি। কোনও প্রমাণ নেই আসলে এই বিষয়ে। সেটার জন্য চার্জশিটও ওরা জমা দিতে পারেনি। আমাদের জামিনের আবেদন গ্রাহ্য করেছে আদালত। জামিন দিয়েছেন।”

তাহলে যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এত গুচ্ছ গুচ্ছ অভিযোগ? সে প্রশ্নের উত্তরে তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ার অভিযোগ, যে যা পেরেছেন বলে গিয়েছেন।”  সিবিআই-কে কটাক্ষ করেই তিনি বলেন, “সিবিআই আসলে প্রসিকিউশন থেকে বেরিয়ে ওরা পারসিকিউশন করছিলেন, চার দিনে ৯০০ ঘণ্টার ফুটেজ ওরাও দেখতে পারে না। একবার ৯০০০ বলেছিলেন, একবার বলেন ৯০০, কোনটা সেটা সিবিআই-ই বলতে পারবে।”

প্রসঙ্গত, কয়েকদিন আগেই সিবিআই-এর কৌশুলী আদালতে জানিয়েছিলেন, তাঁর হাতে একটি ৯০০ ঘণ্টার ফুটেজ রয়েছে, সেটাকে ‘ফ্রেম বাই ফ্রেম’ তাঁদের দেখতে হচ্ছে, তার জন্য পর্যাপ্ত সময়ের প্রয়োজন রয়েছে।

সিবিআই-এর বক্তব্য ছিল, যেহেতু এই সিসিটিভি ফুটেজ দেখতে অনেকটাই সময় লাগছে, সে কারণে তাঁরা এই মুহূর্তে চার্জশিট দিতে পারছে না। আর সেই ফাঁককে কাজে লাগিয়েই জামিন পেয়ে গেলেন সন্দীপ।