Containment Zone: ইকবালপুরের বহুতলে কনটেনমেন্ট জ়োন, বাইরে পুলিশি প্রহরা, স্যানিটাইজ়েশন
Sanitization and other precautionary measures: সূত্র মারফত জানা গিয়েছে, এই টাওয়ারের ৬৬ জন বাসিন্দা করোনায় আক্রান্ত। টাওয়ারের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
কলকাতা: করোনার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী কলকাতায় (COVID 19 Cases in Kolkata)। একের পর এক আবাসনকে কনটেইনমেন্ট জ়োন (Containment Zone) ঘোষণা করা হচ্ছে। ঠিক সেই মতই ইকবালপুর থানা এলাকার ৫৭ নম্বর ওয়ার্ডে ডায়মন্ড হারবার রোড সংলগ্ন আইডিয়াল টাওয়ারকেও কনটেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে।
ইকবালপুরের আবাসনে কনটেনমেন্ট জ়োন
সূত্র মারফত জানা গিয়েছে, এই টাওয়ারের ৬৬ জন বাসিন্দা করোনায় আক্রান্ত। টাওয়ারের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। বাইরের কোনও ব্যক্তি যাতে টাওয়ারের ভিতরে প্রবেশ করতে না পারেন তা নিশ্চিত করতে সতর্ক নজর রাখছেন পুলিশকর্মীরা। আবাসনে ঢোকার মুখেই বড় করে লেখা রয়েছে কনটেনমেন্ট জ়োন এবং সঙ্গে লেখা রয়েছে, টাওয়ারের বাসিন্দা নন, এমন কেউ আইডিয়াল টাওয়ারের ভিতরে প্রবেশ করতে পারবেন না। জরুরি কোনও প্রয়োজন থাকলে ইকবালপুর থানায় যোগাযোগ করতে বলা হয়েছে, সেই সঙ্গে থানার ফোন নম্বরও লিখে দেওয়া হয়েছে।
মঙ্গলবার থেকেই শুরু স্যানিটাইজ়েশন
অত্যাবশ্যকীয় কোনও পণ্য বা ঘরের প্রয়োজনীয় কোনও জিনিস কিংবা খাদ্য সামগ্রী অর্ডার করা হলে, তা ডেলিভারি দিয়ে যাওয়া হচ্ছে আবাসনের নিরাপত্তা কর্মীর হাতে। তিনিই তারপর আবাসনের লোকের কাছে সেই সামগ্রী পৌঁছে দিচ্ছেন। এদিকে ইকবালপুর থানা এলাকার অন্তর্গত ওই বহুতল আবাসনটি কনটেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করার পরই কলকাতা পুরনিগম সতর্ক পদক্ষেপ করছে। মঙ্গলবারই আবাসন সংলগ্ন এলাকা স্যানিটাইজ়েশনের প্রক্রিয়া শুরু করেছে পুর প্রশাসন।
শহরে ২৫ টি মাইক্রো কনটেনমেন্ট জ়োন
সোমবার পুরনিগমের বৈঠকের পর ২৫ টি মাইক্রো কনটেনমেন্ট জ়োনের কথা ঘোষণা করা হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে রাজ্যে কনটেইনমেন্ট জ়োনের সংজ্ঞা বদলেছে। আগে যেখানে একটি বড় এলাকা বা একটি গোটা পাড়াকে কনটেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করে এলাকার প্রবেশপথ বাঁশ, পুলিশের ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হত, এখন পরিস্থিতি তেমন নয়। বর্তমানে ছোট ছোট এলাকা চিহ্নিত করে মাইক্রো কনটেনমেন্ট জ়োন ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে এক একটি মাইক্রো কনটেনমেন্ট জ়োনের মধ্যে একটি বহুতল ফ্ল্যাট বা একটি একক বাড়িও হতে পারে। সোমবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।
যে এলাকাগুলিকে চিহ্নিত করা হয়েছে, তার মধ্যে ফ্ল্যাট এবং কমপ্লেক্স এলাকার সংখ্যাই বেশি। বস্তি এলাকায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই কম। সংক্রমণের হারও বস্তি এলাকাগুলিতে অনেকটাই বেশি। এর পাশাপাশি কলকাতার সীমিত কিছু এলাকায় বিশেষ নজরদারিও চালাবে পুর প্রশাসন। কলকাতা পুরনিগমের কনটেনমেন্ট ২৫ টি জ়োনের মধ্যে বস্তি এলাকা রয়েছে চারটি আর বহুতল রয়েছে নয়টি। এছাড়াও পাঁচটি, পাঁচটি মিক্সড এরিয়া এবং চারটি হস্টেল আছে।
আরও পড়ুন : COVID 19 Norms Violation: বেমালুম ভুলেছেন মাস্ক! নাগেরবাজারে পুলিশি ধরপাকড়, আটক ৫