COVID 19 Norms Violation: বেমালুম ভুলেছেন মাস্ক! নাগেরবাজারে পুলিশি ধরপাকড়, আটক ৫
COVID 19 Restrictions in West Bengal: পুলিশি মাইকিং, বার বার অনুরোধ সত্ত্বেও অনেকেই এখনও মাস্ক ব্যবহার করছেন না। ফলে কড়া ব্যবস্থা নিচ্ছে দমদম থানার পুলিশ।
কলকাতা: রাজ্যে ফিরেছে করোনার কড়াকড়ি (COVID 19 Restrictions)। নবান্নের নয়া নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে, বাইরে বেরোলেই মাস্ক পরা বাধ্যতামূলক। পুলিশ প্রশাসনকে কড়া হাতে বিষয়টি দেখার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। করোনার ধাক্কা সামাল দিতে প্রস্তুত পুলিশও। বিভিন্ন জায়গায় বসেছে নাকা চেকিং। মাস্ক না পড়লেই কড়া ব্যবস্থা। পুলিশি কড়াকড়ির সেই ছবিই মঙ্গলবার ফের দেখা গেল দমদমের নাগেরবাজারে (Dumdum Nagerbajar)। মাস্ক না পরায় (COVID 19 Norms Violation) পাঁচ জনকে আটক করেছে পুলিশ।
করোনা মোকাবিলায় পুলিশি সক্রিয়তা
রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ছয় হাজারের উপর দিয়ে যাচ্ছে। সবথেকে খারাপ পরিস্থিতি কলকাতা ও সংলগ্ন উত্তর ২৪ পরগনায়। আর তাই মাস্ক না পরতে দেখলেই কড়া ব্যবস্থা নিচ্ছে দমদম থানার পুলিশ। এলাকায় এলাকায় চলছে পুলিশি ধরপাকড়। টোটো চালক থেকে শুরু করে সাইকেল আরোহী অথবা পথচলতি মানুষ কিংবা ক্রেতা – বিক্রেতারা – অনেকেই এখনও মাস্ক ব্যবহার করছেন না। কারও আবার মাস্ক রয়েছে বটে, তবে তা থুতনিতে ঝুলছে। দমদম থানার পুলিশের পক্ষ থেকে একাধিকবার সচেতন করা হচ্ছে আম জনতাকে। মাইকিং করা হচ্ছে এলাকায় এলাকায়, অনুরোধ করা হচ্ছে বাইরে বেরোলেই মাস্ক পরার জন্য।
মাস্ক না পরায় আটক পাঁচ
তবুও কিছু মানুষের মধ্যে এখনও সচেতনতার বড্ড অভাব। পুলিশি মাইকিং, বার বার অনুরোধ সত্ত্বেও অনেকেই এখনও মাস্ক ব্যবহার করছেন না। ফলে কড়া ব্যবস্থা নিচ্ছে দমদম থানার পুলিশ। কেউ মাস্ক ব্যবহার না করলেই তাদের আটক করা হচ্ছে। পুলিশি অভিযানে যাঁরা ধরা পড়ছেন, তাঁদের মুখেও আবার একাধিক যুক্তি। নাগের বাজার এলাকা থেকে ইতিমধ্যেই দমদম থানার পুলিশ পাঁচ জনকে আটক করেছে।
সমাজের একাংশে সচেতনতার অভাব এখনও
পুলিশের ধরপাকড় নিয়ে দক্ষিণ দমদম পৌরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান পাঁচু রায় জানান, “আমাদের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে পুলিশকে নির্দেশ দেওয়া আছে কড়া ব্যবস্থা নিতে। এরপরেও মানুষ যদি সচেতন না হয়, নিজের পায়ে নিজেই কুড়ুল মারে… এদের মধ্যে বেশিরভাগই শিক্ষিত মানুষ। চিকিৎসকরা যখন বলছেন, যদি মাস্ক ব্যবহার না করেন লকডাউনের জন্য প্রস্তুত থাকুন। মাস্ক না পরলে আমরা শেষ পর্যন্ত সম্পূর্ণ লকডাউনের দিকে যাব। যে সব মানুষ মাস্ক ব্যবহার না করে চলছে, পুলিশ ব্যবস্থা নেবে।”
স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, সোমবার এ রাজ্যে দৈনিক সংক্রমিতের সংখ্যা ৬ হাজার ৭৮ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের। রবিবার সাধারণত করোনা পরীক্ষার হার কিছুটা কম থাকে। তাতেই ছয় হাজারের উপরে দৈনিক সংক্রমণ। পরিস্থিতি মোকাবিলায় রাজ্যজুড়ে ফের একগুচ্ছ কড়াকড়ি জারি করা হয়েছে। কিন্তু তারপরেও সচেতনতার বড্ড অভাব সমাজের একাংশের মধ্যে।
আরও পড়ুন : Kolkata COVID Situation: শহরের অভিজাত আবাসনে বাড়ছে সংক্রমণ, চিহ্নিত এলাকাগুলি দেখে নিন