AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sealdah RailWay: আজমের থেকে এসেছিল শিয়ালদহে! সন্দেহের বশে আব্বাসের ব্যাগ খুলতেই চোখ কপালে রেলপুলিশের, ভাঙল বড় চক্র

Sealdah RailWay: শনিবার শিয়ালদহ স্টেশনের ১২ ও ১৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝেই এক পাচারকারীকে হাতেনাতে ধরল রেলপুলিশ। ধৃতের নাম আব্বাস আজমেরি। রাজস্থান থেকে বাংলায় এসেছিল সে।

Sealdah RailWay: আজমের থেকে এসেছিল শিয়ালদহে! সন্দেহের বশে আব্বাসের ব্যাগ খুলতেই চোখ কপালে রেলপুলিশের, ভাঙল বড় চক্র
প্রতীকী ছবিImage Credit source: নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jun 21, 2025 | 11:26 PM

শিয়ালদহ: একের পর এক সাফল্য। ভুয়ো টিকিট পরীক্ষক গ্রেফতারের পর আরও একটি সাফল্য পেল শিয়ালদহ ডিভিশনের। ভাঙল চক্র। হাতেনাতে পাকড়াও করল পাচারকারীকে। ভর সন্ধ্যায় লিখল সাফল্যের কাহিনী।

শনিবার শিয়ালদহ স্টেশনের ১২ ও ১৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝেই এক পাচারকারীকে হাতেনাতে ধরল রেলপুলিশ। ধৃতের নাম আব্বাস আজামেরি। রাজস্থান থেকে বাংলায় এসেছিল সে। চলনবলনেই সন্দেহ হয়েছিল তাদের। জিজ্ঞাসাবাদ করে ব্যাগপত্র খতিয়ে দেখতেই আব্বাসের আসল উদ্দেশ্যটা ধরে ফেলল পুলিশ।

সাড়ে তিন কোটি টাকার মূল্যের মাদক নিয়ে ৫১ বছরের আব্বাস পাড়ি দিয়েছিল বাংলায়। সে কোথায় যাবে, এই রেলপুলিশ জিজ্ঞাসাবাদ করতেই সাফ বলে দিয়েছিল। আজমের থেকে এসেছে। একজনের সঙ্গে দেখা করবে। তার জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন। কারওর সঙ্গে দেখা করবে শুনেই মনে একটু সন্দেহ তৈরি হয় রেল নিরাপত্তারক্ষীদের। সঙ্গে সঙ্গে তার ব্যাগে কী রয়েছে বলে জিজ্ঞাসা করে পুলিশ। ঠিক মতো উত্তর দিতে পারেন না আব্বাস। আর তখনই পড়ে যান ধরা।

আব্বাসের ব্যাগ খুলতেই একটি বিশেষ আকারের প্যাকেট দেখতে পায় তারা। সঙ্গে সঙ্গে তাকে আটক করে। এরপর NCB-কে খবর দিয়ে চলে পরীক্ষা। জানা যায়, সেই প্যাকেটের আড়ালেই ছিল কোটি টাকার মাদক। শনিবার ধৃতের ব্য়াগ থেকে ৬ কেজি মাদক দ্রব্য বাজেয়াপ্ত করেছে শিয়ালদহ ডিভিশনের রেলপুলিশ। পাশাপাশি, কলকাতা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোতে ধৃতের নামে দায়ের হয়েছে একটি অভিযোগ। আপাতত NCB-এর হাতেই তুলে দেওয়া হয়েছে ওই রাজস্থানের বাসিন্দাকে।