কলকাতা: বারুইপাড়া-চন্দনপুর ফোর্থ লাইনে কাজের জেরে কয়েকদিন বেশ কয়েকদিন বাতিল হয়েছে হাওড়া-বর্ধমান কর্ড শাখার একাধিক লোকাল ট্রেন (Local Train)। চরমে উঠেছিল যাত্রী দুর্ভোগ। এবার ফের সেই চেনা ছবি ফিরতে চলেছে। শনি-রবিবার হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনের একাধিক লোকাল ট্রেন বাতিল করা হল বিভিন্ন কাজের জন্য। বাতিল বেশ কয়েকটি এক্সপ্রেসও। ইতিমধ্য়েই রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে ট্রেন বাতিলের কথা জানানো হয়েছে। তাতেই দেখা যাচ্ছে দমদম জংশন-নৈহাটি সেকশনে একটি ব্রিজ রক্ষণাবেক্ষণের কাজ চলবে ১১ ঘণ্টা ৪৫ মিনিট। যার জেরে বাতিল হচ্ছে বেশ কিছু লোকাল ট্রেন। কাজ শুরু হবে ২৬ নভেম্বর রাত ১১টা থেকে, চলবে ২৭ নভেম্বর রবিরার সকাল ১০.৪৫ পর্যন্ত। তারজেরে শনি ও রবিবার দীর্ষ সময় পাওয়ার ব্লক থাকবে ইছাপুর স্টেশনে। প্যাসেঞ্জার ও লোকাল ট্রেনের পাশাপাশি একাধিক স্টেশনে কাজের জন্য বাতিল হচ্ছে একাধিক এক্সপ্রেস। ঘুরিয়ে দেওয়া হচ্ছে বহু ট্রেনের যাত্রাপথ।
শিয়ালদহ শাখায় কোন কোন লোকাল বাতিল?
রবিবার দমদম-নৈহাটি সেকশনে বাতিল হয়ে যাচ্ছে ১৮টি লোকাল ট্রেন। তালিকায় রয়েছে- শিয়ালদহ-ব্যারাকপুর : আপ 31213, 31221 / ডাউন 31214, 31222
শিয়ালদহ-নৈহাটি : আপ 31471, 31415 / ডাউন 31418, 31420
শিয়ালদহ-রানাঘাট : আপ 31615, 31617 / ডাউন 31614, 31616
শিয়ালদহ-কল্যাণী সিমন্ত : আপ 31311, 31317 / DOWN 31314, 31318
শিয়ালদহ-কৃষ্ণনগর : UP 31813 / DOWN 31814
অন্যদিকে নবদ্বীপধাম স্টেশনে ওভার ব্রিজ নির্মাণের জন্য রবিবার ব্যান্ডেল-কাটোয়া সেকশনে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল হচ্ছে। তালিকায় রয়েছে-
হাওড়া থেকে – আপ 37913, 37917, 37919
ব্যান্ডেল থেকে – আপ 37749, 37751, 37753
কাটোয়া থেকে – ডাউন 37916, 37918, 37920, 37742, 37744, 37746
বাজারসাউ এবং কর্ণ সুবর্ণ স্টেশনের মধ্যে কাজীপাড়া হল্ট স্টেশনে ফুট ওভারব্রিজ নির্মাণের জন্য রবিবার কাটোয়া-আজিমগঞ্জ সেকশন বেশ কিছু আপ-ডাউন ট্রেন বাতিল হচ্ছে। তালিকায় রয়েছে-
কাটোয়া থেকে – 03035, 03061, 03095, 03055, 03083
আজিমগঞ্জ থেকে – 03096, 03098, 03056, 03036