Saddam Arrest: লুকিয়ে ছিলেন সাদ্দাম, রাত কাটিয়েছেন শাহজাহানও, এই ‘আলাঘর’ আসলে কী?

Saddam Arrest: কয়েকদিন ধরে তল্লাশি চালানোর পর অবশেষে বুধবার গভীর রাতে আলাঘর থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। কী এই আলাঘর? কেন বারবার অভিযুক্তরা আশ্রয় নেয় সেখানে? 

Saddam Arrest: লুকিয়ে ছিলেন সাদ্দাম, রাত কাটিয়েছেন শাহজাহানও, এই 'আলাঘর' আসলে কী?
কী এই আলাঘরImage Credit source: GFX- TV9 Bangla
Follow Us:
| Updated on: Jul 18, 2024 | 7:35 PM

কলকাতা: প্রায় ৫৬ দিন ধরে নিখোঁজ ছিলেন সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহান। অনেক জায়গায় ঘুরেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। অবশেষে পুলিশের জালে আসার পর জানা যায়, আলাঘরেও রাত কাটিয়েছেন তিনি। পুলিশের হাত থেকে বাঁচতে লুকিয়ে ছিলেন আলাঘরে। এরই মধ্যে শিরোনামে উঠে এসেছে সাদ্দাম সর্দারের নাম। নকল সোনা বিক্রি থেকে একাধিক প্রতারণার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। কয়েকদিন ধরে তল্লাশি চালানোর পর অবশেষে বুধবার গভীর রাতে আলাঘর থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। কী এই আলাঘর? কেন বারবার অভিযুক্তরা আশ্রয় নেয় সেখানে?

শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে যেভাবে আক্রান্ত হয়েছিল ইডি, সেভাবেই সাদ্দামকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হয় পুলিশকে। একইভাবে গ্রামের বাসিন্দারা বাধা দেয় পুলিশকে। সেই সাদ্দামের বাড়িতে তল্লাশিতে গিয়ে সুড়ঙ্গেরও সন্ধান পায় পুলিশ। পুলিশ সুপার জানিয়েছেন, সেই সাদ্দাম আশ্রয় নিয়েছিলেন আলাঘরে।

সাধারণত যেখানে মাছের ভেড়ি থাকে, সেখানে থাকে এই আলাঘর। ভেড়িতে যাতে রাতের অন্ধকারে চুরি না হয়ে যায়, তার জন্য পাহারা দেওয়ার ব্যবস্থা থাকে। খোলা আকাশের নীচে তো আর রাত কাটানো যায় না। তাই পাহারা দেওয়ার জন্য থাকে তৈরি করা হয় এই আলাঘর।

এটি মূলত একটি অস্থায়ী থাকার জায়গা। কোনওটিতে টিনের ছাউনি, কোনওটিতে খড়ের। বলা ভাল, মাথা গোঁজা যাবে, এমন একটি ব্যবস্থা থাকে আলাঘরে। ছোট ভেড়ির জন্য একটি আলাঘরই যথেষ্ট। বড় ভেড়ি হলে একাধিক আলাঘরও থাকতে পারে। সেই আলাঘরকেই নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিচ্ছেন অভিযুক্তরা!