AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Syani on Nushrat: ‘সন্দেশখালির মানুষের পাশে দাঁড়ানো উচিত ছিল’, লোকসভা ভোটের মুখে নুসরত নিয়ে অকপট সায়নী

Syani on Nushrat: প্রসঙ্গত, সন্দেশখালির ঘটনা সামনে আসার পর থেকেই লাগাতার প্রশ্নের মুখে পড়েছে নুসরতের ভূমিকা। কেন তিনি এলাকায় আসেননি সেই প্রশ্নও উঠতে থাকে নানা মহল থেকে। ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছিল সন্দেশখালির মহিলারা।

Syani on Nushrat: ‘সন্দেশখালির মানুষের পাশে দাঁড়ানো উচিত ছিল’, লোকসভা ভোটের মুখে নুসরত নিয়ে অকপট সায়নী
বামদিকে নুসরত, ডানদিকে সায়নী Image Credit: Facebook
| Edited By: | Updated on: Mar 07, 2024 | 10:16 PM
Share

কলকাতা: সন্দেশখালি ইস্যুতে এবার বসিরহাটের সাংসদ নুসরত জাহানকে খোঁচা দিলেন তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ। পাটুলিতে ব্রিগেড সমাবেশের সমর্থনে দলীয় সভায় এসে তিনি বললেন, “নুসরত জাহানের সন্দেশখালির মানুষের পাশে দাঁড়ানো উচিত ছিল। একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে তাঁর যাওয়া দরকার ছিল। তবে তিনি যেহেতু নির্বাচিত, তাই নিজের কেন্দ্রে যাবেন কিনা সেটা তাঁর সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার।” 

প্রসঙ্গত, সন্দেশখালির ঘটনা সামনে আসার পর থেকেই লাগাতার প্রশ্নের মুখে পড়েছে নুসরতের ভূমিকা। কেন তিনি এলাকায় আসেননি সেই প্রশ্নও উঠতে থাকে নানা মহল থেকে। ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছিল সন্দেশখালির মহিলাদের। নেটিজেনদের তোপের মুখেও পড়েছিলেন নুসরত। সোশ্যাল পাড়ায় অনেকেই লাগাতার ক্ষোভ উগরে দিতে থাকেন বসিরহাটের সাংসদের নামে। এবার লোকসভা ভোটের সেই নুসরতকে নিয়ে সায়নীর এ মন্তব্য দলের অস্বস্তি কিছুটা বাড়াবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। এখনও লোকসভার প্রার্থী তালিকা সামনে আনেনি তৃণমূল। নুসরত ফের টিকিট পান কিনা সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।  

তবে এদিনও তিনি দলনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ হতে ভোলেননি। বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালির মানুষের জন্য অনেক করেছেন। সেখানকার মানুষের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এখনও বলছি একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে নিজ কেন্দ্রে যাওয়া সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় নুসরাত জাহানের। তবে এটাও ঠিক উচিত ছিল।”  প্রসঙ্গত, নারী দিবসের ঠিক আগের বিকালে আবার সন্দেশখালির বেশ কিছু মহিলাদের নিয়ে কলকাতার রাজপথে মিছিল করতে দেখা যায় মমতা-অভিষেককে। তা নিয়েও রাজনৈতিক মহলে চলছে চর্চা। এরইমধ্যে সায়নীর এ মন্তব্য নিয়ে নতুন করে শুরু চাপানউতর।