Mega Geeta Chanting: ‘আমিও তো চণ্ডীপাঠ করি, গীতাপাঠে কী অসুবিধা?’ ঘনিষ্ঠ মহলে বললেন মমতা
Mamata Banerjee: ২৪ তারিখ মেগা গীতা পাঠের অনুষ্ঠানে থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সূত্রের খবর, সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। গতমাসেই বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে এসেছেন সাধু-সন্তদের এক প্রতিনিধিদল।
কলকাতা: গীতা জয়ন্তী উপলক্ষ্যে কলকাতায় লক্ষ-কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হচ্ছে। ২৪ ডিসেম্বর কলকাতায় এই কর্মসূচি রয়েছে। সেখানে আমন্ত্রিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৪ তারিখ মেগা গীতা পাঠের অনুষ্ঠানে থাকার কথা রয়েছে নমোর। সূত্রের খবর, সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। গতমাসেই বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে এসেছেন সাধু-সন্তদের এক প্রতিনিধিদল।
উল্লেখ্য, এই গীতাপাঠের অনুষ্ঠানের আয়োজক কোনও রাজনৈতিক দল নয়। বিজেপির রাজ্য সভাপতি আগে জানিয়েছিলেন, বিভিন্ন মঠ ও মন্দিরের মিলিত একটি মঞ্চ এটির আয়োজন করছে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, গীতাপাঠে যাওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন তিনি। তবে এই সংগঠন কারা, সেই বিষয়ে তিনি বিশদে না জেনে কোনও মন্তব্য করতে চাইছেন না। সংগঠনের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে তবেই এই আমন্ত্রণ প্রসঙ্গে মন্তব্য করবেন তিনি।
মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠমহল সূত্রে এও জানা যাচ্ছে, তিনি একথাও জানিয়েছেন, গীতা পাঠ নিয়ে কোনও অসুবিধা নেই। সূত্রের দাবি, তিনি বলেছেন, গীতাপাঠ করুক। আমি তো নিজেও রোজ চণ্ডীপাঠ করি। গীতাপাঠ নিয়ে কী অসুবিধা?
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানাতে সাধু-সন্তদের প্রতিনিধি দলের সঙ্গে গিয়েছিলেন বঙ্গ বিজেপির সভাপতিও। সেই থেকেই এই আয়োজক সংগঠনের বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে। তাই সূত্রের খবর, ওই অনুষ্ঠানে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সংগঠনের বিষয়ে আরও বিস্তারিত খোঁজখবর নিতে চাইছেন।