AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sovan Chatterjee meets Abhishek: তিন ঘণ্টা ধরে অভিষেকের সঙ্গে বৈঠক, তৃণমূলে ফের সক্রিয় শোভন?

Sovan Chatterjee meets Abhishek: বৃহস্পতিবার দুপুরে অভিষেকের সঙ্গে দেখা করেন শোভন চট্টোপাধ্যায়। কালীঘাটে চলে বৈঠক। প্রায় ৩ ঘণ্টা তাঁদের মধ্যে বৈঠক হয় বলে জানা গিয়েছে। এরপর শোভন নিজেই জানিয়েছেন, তিনি দলে সক্রিয়ভাবে কাজ করতে চান।

Sovan Chatterjee meets Abhishek: তিন ঘণ্টা ধরে অভিষেকের সঙ্গে বৈঠক, তৃণমূলে ফের সক্রিয় শোভন?
| Edited By: | Updated on: Sep 25, 2025 | 8:38 PM
Share

কলকাতা: গত কয়েক বছরে বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে তাঁকে সংবাদমাধ্যমের সামনে আসতে দেখা গিয়েছে ঠিকই, তবে রাজনীতির সঙ্গে দূরত্ব বেড়েছে ক্রমশ। নিয়ম করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভাইফোঁটা নিতে গেলেও তৃণমূলের কোনও মিটিং-মিছিলে ছিলেন না প্রাক্তন মেয়র শোভন। তবে এবার কি সেই দূরত্ব ঘুচতে চলল? পুজোর পরই কি দলে সক্রিয় হচ্ছেন শোভন?

বৃহস্পতিবার দুপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে দেখা করেন শোভন চট্টোপাধ্যায়। কালীঘাটে চলে বৈঠক। প্রায় ৩ ঘণ্টা তাঁদের মধ্যে বৈঠক হয় বলে জানা গিয়েছে। এরপর শোভন নিজেই জানিয়েছেন, তিনি দলে সক্রিয়ভাবে কাজ করতে চান।

অভিষেকের সঙ্গে কী কথা হয়েছে, তা স্পষ্ট নয়। তবে শোভন চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমে জানিয়েছেন, দলে সক্রিয়ভাবে কাজ করতে আগ্রহী তিনি। শোভন চট্টোপাধ্যায় বলেন, “যেভাবে পরিকল্পনা করছেন অভিষেক ও যেভাবে এগিয়ে নিয়ে চলেছেন, যেভাবে সেগুলো বাস্তবায়িত করতে চাইছেন, তা দেখেছি। তাই দেখা করতে চেয়েছিলাম। দল সময় দিয়েছে। আজ, দীর্ঘক্ষণ আলোচনা করেছি।”

অভিষেকের প্রশংসা করে তিনি বলেন, “আমরা ভাবি আমাদের বয়স হয়েছে। সবটা জেনে ফেলেছি। কিন্তু অভিষেকের যে চিন্তা, যে প্রসেসে কাজ করে, যেভাবে প্রয়োগ করে থাকে, তা দেখে আমি মুগ্ধ। এখনও শেখার অনেক বাকি।”

একসময় মেয়র পদে ইস্তফা দিয়ে দল ছেড়েছিলেন শোভন। এরপর বিজেপিতে যোগও দেন তিনি। কিন্তু পরে বিজেপির সঙ্গে তাঁর দূরত্ব চোখে পড়ে। প্রতি বছর মমতার কাছে ভাইফোঁটা নিতেও দেখা যায় শোভনকে। তবে রাজনীতির সঙ্গে যুক্ত নেই বহুদিন। এদিন শোভন বলেন, “এখনও ওই পরিবারের একজন মানুষ হিসেবে নিজেকে মনে করি। আর একটু এগোতে পারলে আমার থেকে বেশি খুশি কেউ হবে না।”