TV9 বাংলার খবরের জের! বালিগঞ্জ সায়েন্সে র‌্যাগিং-এর অভিযোগে আদালতে গোপন জবানবন্দি দেবে পড়ুয়া

Allegation of Ragging: এসিপি সোমনাথ মজুমদার যোগাযোগ করেছেন অভিযোগকারী ওই পড়ুয়ার সঙ্গে। অবশেষে আলিপুর আদালতে ম্যাজিস্ট্রেটের ঘরে গোপন জবানবন্দি নেওয়া হবে ওই পড়ুয়ার। পুলিশের তরফে এমনই জানানো হয়েছে তাঁকে।

TV9 বাংলার খবরের জের! বালিগঞ্জ সায়েন্সে র‌্যাগিং-এর অভিযোগে আদালতে গোপন জবানবন্দি দেবে পড়ুয়া
র‌্যাগিং-এর অভিযোগImage Credit source: টিভি নাইন বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 19, 2023 | 11:32 AM

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনায় জোরালো হচ্ছে র‌্যাগিং-এর অভিযোগ। এখনও পর্যন্ত পুলিশ ১২ জনকে গ্রেফতার করেছে। আর এসবের মধ্যেই বালিগঞ্জ সায়েন্স কলেজের হস্টেলেও উঠে এসেছে র‌্যাগিং-এর অভিযোগ। তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের আশকারাতেই হস্টেলের কিছু আবাসিক ও বহিরাগতরা ওই পড়ুয়ার উপর দিনের পর দিন অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়ে, থানা-পুলিশ করেও কোনও সুরাহা হয়নি বলে দাবি পড়ুয়ার। সেই সংক্রান্ত খবর আগেই প্রকাশ করেছিল টিভি নাইন বাংলা। আর এরপরই নড়েচড়ে বসল পুলিশ-প্রশাসন। এসিপি সোমনাথ মজুমদার যোগাযোগ করেছেন অভিযোগকারী ওই পড়ুয়ার সঙ্গে। অবশেষে আলিপুর আদালতে ম্যাজিস্ট্রেটের ঘরে গোপন জবানবন্দি নেওয়া হবে ওই পড়ুয়ার। পুলিশের তরফে এমনই জানানো হয়েছে তাঁকে।

গোপন জবানবন্দি নেওয়ার বিষয়টি পুলিশ জানানোর পর কিছুটা আশ্বস্ত হচ্ছেন অভিযোগকারী পড়ুয়া। টিভি নাইন বাংলাকে তিনি বলছেন, ‘এতদিন পরে পুলিশ আমাকে জানাল যে আমার জবানবন্দি নেওয়া হবে। আশা করি সঠিক তদন্ত হবে এবং দোষীরা শাস্তি পাবে। র‌্যাগিং সমাজ থেকে নির্মূল হোক, এটাই আমি চাই।’ তাঁর এই অভিযোগের বিষয়টি প্রকাশ্যে আনার জন্য ধন্যবাদও জানিয়েছেন টিভি নাইন বাংলাকে।

উল্লেখ্য, বালিগঞ্জ সায়েন্সের হস্টেলে ওই পড়ুয়ার সঙ্গে বিভিন্ন রকমের অত্যাচার চলত বলে অভিযোগ। টিভি নাইন বাংলাকে গতকাল ওই পড়ুয়া জানিয়েছিলেন, তাঁর ঘরের সামনে রাতে কেউ প্রস্রাব করে দিয়ে চলে যেত। কখনও হস্টেলের ঘর বাইরে থেকে তালাবন্ধ করে দেওয়া হত। বন্ধ দরজার বাইরে লাথালাথি তো লেগেই থাকত। শুধু তাই নয়, ইন্ট্রোর নামেও বিভিন্নভাবে তাঁকে হেনস্থা করা হত বলে অভিযোগ। পড়ুয়ার দাবি, তাঁর যৌন প্রবৃত্তি নিয়েও বিভিন্ন ধরনের খোঁচা হজম করতে হয়েছে বিগত দিনগুলিতে। হস্টেলে অনেকদিন ধরে তাঁর মেসের খাবার ও পানীয় জলও বন্ধ করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ।