রেল নিজের কাজ করেছে, স্ট্র্যান্ড রোড অগ্নিকাণ্ডে দমকলের দিকে আঙুল রাজ্যপালের

রেলকে কার্যত ক্লিনচিট দিয়ে দমকলের পরিকাঠামোর দিকে আঙুল তোলেন ধনখড়। কলকাতার মতো মেট্রো শহরে দমকলের আরও বেশি আধুনিক হওয়া জরুরি বলে দাবি করেছেন তিনি।

রেল নিজের কাজ করেছে, স্ট্র্যান্ড রোড অগ্নিকাণ্ডে দমকলের দিকে আঙুল রাজ্যপালের
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Mar 10, 2021 | 2:16 AM

কলকাতা: স্ট্র্যান্ড রোডে রেলের ভবনে অগ্নিকাণ্ড (Strand Road Fire) ঘিরে ফের একবার নবান্ন ও রাজভবনের বিরোধ প্রকাশ্যে চলে এল। মঙ্গলবার বিকেলে রেলের অফিসে ঘটনাস্থল পরিদর্শনে আসেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। সেখানে এসে কয়লাঘাটায় রেল অফিসের অগ্নিকাণ্ডে পরোক্ষে রাজ্যকে দায়ী করেন তিনি। রাজ্যপাল বলেন, রাজ্যের দমকল দফতরের আরও অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা প্রয়োজন। সঙ্গে প্রশ্নও ছুড়ে দেন, কেন দেরিতে এসেছে দমকল? দমকলকর্মীরাই বা কেন লিফটে উঠলেন?

তিনি সাফ জানান, দমকলের গাফিলতির জন্যই এই ভয়াবহ ঘটনা ঘটেছে। রেলকে কার্যত ক্লিনচিট দিয়ে দমকলের পরিকাঠামোর দিকে আঙুল তোলেন ধনখড়। কলকাতার মতো মেট্রো শহরে দমকলের আরও বেশি আধুনিক হওয়া জরুরি বলে দাবি করেছেন তিনি।

গোটা ঘটনায় যদিও রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘অসহযোগিতা’র অভিযোগ এনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থলে এসে মমতা বলেছিলেন, রেলের এলাকায় একজনও রেলের কাউকে পাশে পাওয়া যায়নি৷ দমকলের পক্ষ থেকে ওই বিল্ডিংয়ের একটা ম্যাপ চাওয়া হয়েছিল, সেটাও দেওয়া হয়নি, দাবি মমতার৷

আরও পড়ুন: ‘ওই সাদা কাপড়ে কালি ছিটিয়ে দেখান তো’, জ্যোতি বসুর পর কার প্রশংসা করলেন মিঠুন?

রাজ্যপাল অবশ্য পালটা রেলের ভূমিকার প্রশংসা করে দমকলকে কাঠগড়ায় তোলেন। তাঁর দাবি, দমকল কর্মীদের সঙ্গে আধুনিক যন্ত্রপাতির অভাব ছিল। প্রযুক্তি ও উপযুক্ত সরঞ্জামের অভাবের দরুন এতগুলো প্রাণহানি হল। রেল কোনও ভাবেই দায়ী নয়। তারাই প্রথম আগুনের খবর দিয়েছিল দমকলে।

রাজ্যপালের সমালোচনার জবাবে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, “রাজ্যপালের কাজ নেই। উনি বিজেপির মুখপাত্র। রাজ্যপাল কালকে আসতে পারতেন। দেখতে পেতেন কী কাজ হচ্ছে। ৯ টা মানুষের জীবন নিয়ে উনি ছিনিমিনি খেলতে পারেন না।”

আরও পড়ুন: এ কেমন জোট! সিপিএম-র বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে কংগ্রেস