Akhil Giri: তলব অখিল গিরিকে, শাহজাহান নিয়ে বিতর্কিত মন্তব্যের জের…

সৌরভ গুহ | Edited By: সায়নী জোয়ারদার

Jan 27, 2024 | 6:15 PM

Akhil Giri: অখিল বলেছিলেন, “পশ্চিমবঙ্গের মধ্যে নেই, বাইরে আছে। রাজ্যে থাকলে পুলিশ ঠিক খুঁজে বের করতে পারত।" শাহজাহান নিয়ে অখিলের এমন 'আত্মবিশ্বাসী' মন্তব্য ঘিরে জোর চর্চা শুরু হয়। বিশেষ করে বিরোধীরা যখন বারবার দাবি করছে, শাহজাহানের 'নিখোঁজ' সংক্রান্ত সমস্ত তথ্যই দল জানে। সেখানে আবার অখিলের এ হেন মন্তব্য বিতর্ক আরও কিছুটা উস্কে দেয় বইকি!

Akhil Giri: তলব অখিল গিরিকে, শাহজাহান নিয়ে বিতর্কিত মন্তব্যের জের...
শাহজাহান নিয়ে অখিল গিরির মন্তব্য ঘিরে বিতর্ক।
Image Credit source: GFX- TV9 Bangla

Follow Us

কলকাতা: শেখ শাহজাহানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের। কারামন্ত্রী অখিল গিরিকে তলব তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির। কলকাতায় তলব করা হয়েছে অখিলকে। সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান এই মুহূর্তে জাতীয় স্তরে আলোচ্য ইস্যু হয়ে উঠেছে। সন্দেশখালির সরবেড়িয়ায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির উপর হামলার ঘটনায় পুলিশ শাহজাহানকে খুঁজছে, খোঁজে ইডিও। ৫ জানুয়ারি থেকে খোঁজ নেই শাহজাহানের।

শাহজাহান কোথায় তা নিয়ে নানা মহলে যখন নানারকম জল্পনা ঘুরে বেড়াচ্ছে, তখন চলতি সপ্তাহে চাঞ্চল্যকর কথা শোনা যায় অখিল গিরির মুখে। অখিল গিরির বক্তব্য ছিল, “শাহজাহান চিকিৎসার জন্য বাইরে গিয়েছেন।” কিন্তু বাইরে মানে কোথায়?

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অখিল বলেছিলেন, “পশ্চিমবঙ্গের মধ্যে নেই, বাইরে আছে। রাজ্যে থাকলে পুলিশ ঠিক খুঁজে বের করতে পারত।” শাহজাহান নিয়ে অখিলের এমন ‘আত্মবিশ্বাসী’ মন্তব্য ঘিরে জোর চর্চা শুরু হয়। বিশেষ করে বিরোধীরা যখন বারবার দাবি করছে, শাহজাহানের ‘নিখোঁজ’ সংক্রান্ত সমস্ত তথ্যই দল জানে। সেখানে আবার অখিলের এ হেন মন্তব্য বিতর্ক আরও কিছুটা উস্কে দেয় বইকি! এরপরই অখিলকে ডেকে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। যখনই কলকাতায় আসবেন এই বৈঠক হবে। শাহজাহান-ইস্যুকে রাজ্য সভাপতি তাঁকে কী বার্তা দেন, সেদিকেই নজর এখন।

Next Article