Sukanta Majumdar: ৬০ পুরসভায় দুর্নীতি! তদন্ত চেয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি সুকান্তর

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 22, 2023 | 6:00 PM

Sukanta Majumdar: রাজ্যের পুর মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, 'আসুক কোনও আপত্তি নেই।'

Sukanta Majumdar: ৬০ পুরসভায় দুর্নীতি! তদন্ত চেয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি সুকান্তর

Follow Us

কলকাতা : নিয়োগ দুর্নীতির পর এখন চর্চায় পুর-দুর্নীতি। ইডি-র হাতে গ্রেফতার হওয়া অয়ন শীলের সংস্থার হাত ধরেই রাজ্যের একের পর এক পুরসভায় নিয়োগ হয়েছে, আর সেই সব নিয়োগে দুর্নীতি হয়েছে বলেই দাবি করেছে কেন্দ্রীয় সংস্থা। এবার সেই ইস্যুতেই কেন্দ্রকে চিঠি দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, পুর দুর্নীতির তদন্ত যাতে বাংলায় কেন্দ্রীয় দল পাঠানো হয়, তার জন্যে আবেদন জানাচ্ছেন তিনি। কেন্দ্রের নগরোন্নয়ন মন্ত্রী হরদীপ সিং পুরীকে চিঠি লিখেছেন সুকান্ত মজুমদার। এর আগে মিড ডে মিল ও আবাস যোজনার কাজ খতিয়ে দেখতে রাজ্যে এসেছিল কেন্দ্রের টিম। এবার পুর দুর্নীতির তদন্তেও কি কেন্দ্রীয় দল? এই বিষয়ে অবশ্য চিন্তিত নন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর দাবি, কাজ হচ্ছে স্বচ্ছতার সঙ্গেই।

সুকান্ত মজুমদারের দাবি, নগরোন্নয়ন মন্ত্রক দেশের পুরসভাগুলিকে টাকা দেয়। এ রাজ্যের পুরসভাগুলিও টাকা পায় কেন্দ্র থেকে। তাই এ ব্যাপারে কেন্দ্রের অবগত থাকা উচিত বলে মনে করেন তিনি। বিজেপি সাংসদ বলেন, ‘৬০ টি পুরসভায় নিয়োগ হয়েছে। তৃণমূলের নেতাদের টাকা না দিয়ে কেউ চাকরি পায়নি, একজনও নয়। এ ব্যাপারে তদন্ত হওয়া উচিত। তদন্তের টিম পাঠানোর অনুরোধ জানাচ্ছি কেন্দ্রের কাছে।’

এই প্রসঙ্গে রাজ্যের পুর মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘আসুক কোনও আপত্তি নেই। এরাজ্যে নগরোন্নয়ন মন্ত্রকের প্রতিনিধিরা আসেন, সচিবও আসেন। আমার কিছু লুকনোর নেই। স্বচ্ছতার সঙ্গে চালাচ্ছি, স্বচ্ছতার সঙ্গেই চালাব।’

আদালতে অয়ন শীলের মামলা চলাকালীন ইডি জানিয়েছে, অয়নের সংস্থা এবিএস ইনফোজোন-এর মাধ্যমে রাজ্যের ৬০টিরও বেশি পুরসভায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আর সেই সবকটি ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। প্রায় ৫,০০০ প্রার্থীর চাকরি নিয়ে দুর্নীতি হয়েছে বলে দাবি তদন্তকারীদের। কামারহাটি, হালিশর, পানিহাটি, উত্তর ও দক্ষিণ দমদম, ডায়মন্ড হারবার সহ একাধিক পুরসভার নাম জড়িয়েছে এই দুর্নীতিতে।

Next Article