Summer vacation: ফের বাড়ল গরমের ছুটির মেয়াদ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে খুলছে স্কুল?
Summer vacation: প্রসঙ্গত, এবারে বৈশাখের শুরু থেকেই ক্রমেই বেড়েছে গরমের দাপট। চলেছে তাপপ্রবাহ। জুনের শুরু থেকে রাজ্যে নতুন করে তাপপ্রবাহ হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
কলকাতা: শেষ গরমের ছুটি (Summer vacation)। আগামী সপ্তাহেই খুলে যাচ্ছে সমস্ত স্কুল। একদিন আগে এমনই নির্দেশ এসেছিল স্কুল শিক্ষা দফতরের (School Education Department) তরফে। নির্দেশিকায় জানানো হয়েছিল, ৫ জুন থেকে খুলে যাবে সমস্ত মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্কুল। ৭ তারিখ থেকে খোলার কথা ছিল প্রাইমারি স্কুলগুলির। এরইমধ্যে ফের রাজ্যে তাপপ্রবাহের সতর্কতার কথা জানাচ্ছে হাওয়া অফিস। নতুন মাসের শুরু থেকেই ফের বাড়তে চলেছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পেরিয়ে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এই পরিস্থিতিতে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ফের বাড়ল গরমের ছুটির মেয়াদ।
৫ জুন নয়, আগামী ১৫ জুন খুলতে চলেছে স্কুল। এদিন সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। প্রসঙ্গত, সূচি মেনে ২৪ মে থেকে স্কুলগুলিতে ছুটি পড়ার কথা ছিল। কিন্তু, এপ্রিল শুরু থেকেই গোটা রাজ্যে তীব্র গরমের দাপট দেখা গিয়েছে। অনেকেই গরমের ছুটি এগিয়ে আনার পক্ষে সওয়াল করেন। ১৭ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত প্রথম ছুটিও পড়ে যায়। পরবর্তীতে আরও এক সপ্তাহের কাছাকাছি চলে স্কুল। তারপর ২ মে থেকে পড়ে স্কুলের ছুটি।
এদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, ২ জুন থেকে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ২ জুন তাপপ্রবাহের সতর্কবার্তা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে। ৩ জুন তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায়। তাপপ্রবাহের সতর্কতা রয়েছে মালদা এবং দুই দিনাজপুরে।