Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu on Mamata: ‘ত্রিপুরায় নোটার থেকেও কম ভোট পাবে তৃণমূল’, শুভেন্দুর ‘পিকচারেই নেই’ মমতার জনসংযোগ

Suvendu Adhikari: মঙ্গলবার আগরতলার উদ্দেশে রওনা দেওয়ার আগে শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়ে গেলেন, ত্রিপুরায় নোটার থেকেও কম ভোট পাবে তৃণমূল।

Suvendu on Mamata: 'ত্রিপুরায় নোটার থেকেও কম ভোট পাবে তৃণমূল', শুভেন্দুর 'পিকচারেই নেই' মমতার জনসংযোগ
মমতার জনসংযোগ প্রসঙ্গে শুভেন্দু
Follow Us:
| Edited By: | Updated on: Feb 08, 2023 | 3:05 PM

কলকাতা: ভোটমুখী ত্রিপুরায় (Tripura Assembly Elections 2023) প্রচারে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাঙালি ভাবাবেগে শান দিয়ে ত্রিপুরাবাসীকে কাছে টানতে গতকাল আগরতলায় পা রেখেই মমতা বলেছেন, ত্রিপুরা তাঁর ঘরের মতো। বাংলা যদি প্রথম ঘর হয়, ত্রিপুরা তবে দ্বিতীয় ঘর। ত্রিপুরা বিধানসভা নির্বাচনের মুখে মমতার মুখে এমন বার্তা স্বাভাবিকভাবেই ঘাসফুল শিবিরের পালে হাওয়া দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও ভোটমুখী পড়শি রাজ্যে তৃণমূল নেত্রীর এই জনসংযোগকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না বঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার আগরতলার উদ্দেশে রওনা দেওয়ার আগে হুঙ্কার দিয়ে গেলেন, ত্রিপুরায় নোটার থেকেও কম ভোট পাবে তৃণমূল।

ত্রিপুরার বিধানসভা নির্বাচনে বিজেপির তারকা প্রচারকদের তালিকাতে রয়েছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই ত্রিপুরায় পৌঁছে গিয়েছেন। মঙ্গলবার সকালে ত্রিপুরা গেলেন শুভেন্দুও। আজ ত্রিপুরায় বঙ্গ রাজনীতির দুই মহারথী। হাইভোল্টেজ মঙ্গলের ভোট প্রচারে কে কাকে টেক্কা দেবেন, সেই দিকে নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের। আর এমন সময়ে কলকাতা বিমানবন্দরের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতার জনসংযোগ প্রসঙ্গে শুভেন্দু জানিয়ে গেলেন, ‘সে সব পিকচারেই নেই। আমরা কাউন্ট করছি না। নোটার থেকেও কম ভোট পাবে। আমাদের দলের সিদ্ধান্ত হয়েছে, ওখানে কোনও সভা-সমিতিতে ওই দলের নামই কেউ উল্লেখ করবে না।’

ভোটমুখী ত্রিপুরায় এখন টানটান উত্তেজনা। ভোটের মুখে উত্তর-পূর্বের এই রাজ্যে গিয়ে জনসংযোগে বাড়তি নজর দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাস্তার ধারে একটি দোকানে ঢুকে পড়েছিলেন তৃণমূল নেত্রী। সেখানে নিজেই সিঙ্গারা ভাজেন। পানও সাজেন তিনি নিজেই। ত্রিপুরায় গিয়ে মমতার এই ‘ঘরের মেয়ে’ হয়ে ওঠা তৃণমূল শিবিরকে নির্বাচনে বাড়তি সুবিধা দিতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে মমতার এই জনসংযোগকে মোটেই বাড়তি গুরুত্ব দিতে চাইছেন না শুভেন্দু। জানিয়ে দিলেন, বিজেপি দলগতভাবে সিদ্ধান্ত নিয়েছে ওখানে কোনও সভা-সমাবেশে বাংলার শাসক দলের নাম পর্যন্ত উল্লেখ করা হবে না।