WB Panchayat Election: নির্বাচন কমিশনের অফিসে তালা ঝোলালেন শুভেন্দু, খুলে দিল পুলিশ
পঞ্চায়েত ভোটে হিংসার প্রতিবাদে রাজ্য নির্বাচন কমিশনের অফিসে তালা লাগিয়ে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। শনিবার সন্ধ্যায় বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের অফিসে যান শুভেন্দু।
কলকাতা: দুপুরেই বলেছিলেন। সন্ধ্যায় করে দেখালেন। পঞ্চায়েত ভোটে হিংসার প্রতিবাদে রাজ্য নির্বাচন কমিশনের অফিসে তালা লাগিয়ে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। শনিবার সন্ধ্যায় বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের অফিসে যান শুভেন্দু। তখন তাঁর হাতে লাগানো ছিল কালো ব্যান্ড। নেতাদের সঙ্গে নিয়ে কমিশনের অফিসে তালা লাগালেন তিনি। এই অফিসেই বসেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। যে অফিস থেকে নির্বাচন পরিচালিত হয় বিজেপি নেতার সৌজন্যে সেখানেই পড়ল তালা। অবশ্য সঙ্গে সঙ্গে তালাটি খুলে দেয় কলকাতা পুলিশ।
রাজ্য নির্বাচন কমিশনের অফিসে তালা ঝোলানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেছেন, “গোটা পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ আজ ভোট দিতে পারেননি। এই ভোটগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যবস্থাপনায় রাজীব সিনহার উদ্যোগে লুঠ হয়ে গিয়েছে। আমার এই নিয়ে চার বার আসা হল। আমাদের ইলেকশন কোঅর্ডিনেটর শিশির বাজোরিয়ার ১০ বার আসা হল। বারে বারে প্রতিবাদ করেছেন সবাই। এই নির্বাচনের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি আছে, তা দেখিয়ে দেওয়ার দায়িত্ব এ রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির। তাই আমরা সারাদিন মাঠে ময়দানে লড়াই করেছি।”
প্রসঙ্গত, ভোটের দুপুরেই কমিশনের অফিসে তালা লাগানোর হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, “কমিশনারকে ফোন করে জিজ্ঞাসা করলাম আর কত রক্ত দরকার আপনার।” দুপুরেই কমিশনের অফিসের সামনে বিক্ষোভ দেখান বিজেপির যুব কর্মীরা। কমিশনের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকাতেও অসন্তুষ্ট শুভেন্দু। তাঁর আইনজীবী আদালতের নির্দেশ মানা হয়নি বলে কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারকে চিঠি পাঠিয়েছেন শনিবার সকালে।