AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: ‘মুখের উপর বলা হয়েছে চোর চোর চোর’, কড়া আক্রমণ শুভেন্দুর

Suvendu Adhikari: শুভেন্দু বলেন, "আজ চোর শুনে আতঙ্কিত। বিধানসভার ভিতরে একটু আগে বলেছি।" এরপর শুভেন্দুর আরও সংযোজন, "আমার মুখ বন্ধ করতে পারবে না... আমাদের থামাতে পারবে না... মুখের উপর বলা হয়েছে চোর... চোর... চোর...।"

Suvendu Adhikari: 'মুখের উপর বলা হয়েছে চোর চোর চোর', কড়া আক্রমণ শুভেন্দুর
শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 04, 2023 | 5:37 PM
Share

কলকাতা: ‘চোর’ স্লোগান ঘিরে বিতর্কের আঁচ ক্রমেই বাড়ছে। বিধানসভার পর এবার কলকাতায় ধর্মতলায় বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের মূর্তির পাদদেশে ফের সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু বলেন, “আজ চোর শুনে আতঙ্কিত। বিধানসভার ভিতরে একটু আগে বলেছি।” এরপর শুভেন্দুর আরও সংযোজন, “আমার মুখ বন্ধ করতে পারবে না… আমাদের থামাতে পারবে না… মুখের উপর বলা হয়েছে চোর… চোর… চোর…।”

প্রসঙ্গত, বিধানসভার শীতকালীন অধিবেশনে সোমবার উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্যও রাখেন তিনি। কিন্তু মমতা যখন অধিবেশন কক্ষে ঢুকছিলেন, তখনই ‘চোর চোর’ স্লোগান দিতে দিতে বিধানসভার অধিবেশন কক্ষ ত্যাগ করেন বিজেপি বিধায়করা। বিজেপি বিধায়কদের ওয়াক আউটের পর বিকেলে ধর্মতলায় আম্বেদকর মূর্তির পাদদেশে ধরনা-অবস্থান মঞ্চ থেকে ফের ‘চোর’ স্লোগানে বিদ্ধ করলেন শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন অন্যান্য দলীয় বিধায়করাও। প্রত্যেকের পোশাকের সামনে ও পিছনে ছাপানো হরফে লেখা ‘মমতা চোর’। এই ভাবেই ডিসেম্বরের বিকেলে ধর্মতলায় আবহাওয়া তপ্ত হয়ে উঠল বিজেপির অবস্থান মঞ্চে।

এদিকে বিধানসভা থেকে বিজেপি বিধায়কদের ‘চোর চোর’ স্লোগান দিয়ে ওয়াকআউটের ঘটনায় বেশ বিরক্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় বক্তব্য রাখার সময় চার রাজ্যের ভোটের ফলাফল নিয়ে পাল্টা দিয়ে মমতা বলেন, “একটা ভোট জিতেছে লাড্ডু বিলোচ্ছে। আমাকে চোর বলছে। তোদের যা খুশি বল। বেল পাকলে কাকের কী?”

‘চোর’ স্লোগান বিতর্কে বিজেপিকে পাল্টা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বিজেপি বিধায়কদের পাল্টা ‘পকেটমার’ বলেও খোঁচা দিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, “যাঁরা নিজেরা চুরি করে তাঁরাই দূরে দাঁড়িয়ে এমন চোর বলে অন্যকে।” অভিষেক বলেছেন, “যে সব থেকে বেশি চিৎকার করছে তাঁকে টিভির পর্দায় টাকা নিতে দেখা গিয়েছে।”