AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: মমতার সঙ্গে শ্রীলঙ্কার রাষ্ট্রপতির কী কথা? অনুমান করলেন শুভেন্দু, ভিডিয়ো দিল তৃণমূল

Suvendu Adhikari: শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ও মুখ্যমন্ত্রীর কথোপকথন নিয়ে কটাক্ষ করেছেন রাজ্য বিধানসভার শুভেন্দু অধিকারী। তিনি টুইট করে লিখেছেন, শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কী কথা হয়েছে, তা তিনি অনুমান করতে পারেন।

Suvendu Adhikari: মমতার সঙ্গে শ্রীলঙ্কার রাষ্ট্রপতির কী কথা? অনুমান করলেন শুভেন্দু, ভিডিয়ো দিল তৃণমূল
শুভেন্দুর কটাক্ষImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 13, 2023 | 4:41 PM
Share

কলকাতা: দুবাই বিমানবন্দরের লাউঞ্জে হঠাতই দেখা শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিঙ্ঘের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সৌজন্যে আপ্লুত মুখ্যমন্ত্রী। নিজেই ফেসবুকে ছবি দিয়ে সেকথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর তাঁদের এই আকস্মিক সাক্ষাতের শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ও মুখ্যমন্ত্রীর কথোপকথন নিয়ে কটাক্ষ করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি টুইট করে লিখেছেন, শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কী কথা হয়েছে, তা তিনি অনুমান করতে পারেন।

শুভেন্দুর এক্স হ্যান্ডেলে যে ভাবে পোস্টটি করেছেন, সেই কথোপকথন অনুযায়ী,

শ্রীলঙ্কার রাষ্ট্রপতি: আমি শুনলাম আপনি আপনার রাজ্যকে একটা চরম অর্থনৈতিক অচলাবস্থার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেমনটা আমাদের দেশ শ্রীলঙ্কায় হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়: বাজার থেকে কীভাবে আরও ঋণের বোঝা বাড়াতে হয়, যদি সে ব্যাপারে আপনি আমাকে কোনও পরামর্শ দেন, তাহলে আমি আপনাকে বেঙ্গল গ্লোবাস বিজ়নেস সামিটে আমন্ত্রণ জানাব।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট: আমাদের দেশ এখন বিনিয়োগ করার মতো কোনও পরিস্থিতিতে নেই। তাই বিজ়নেস সামিটে যোগ দিয়ে আমি কী করব?”

মমতা বন্দ্যোপাধ্যায়: চিন্তা করবেন না। আপনি ২-৩ দিনের জন্য বাংলায় আসবেন, আনন্দ করবেন। আমাদের সঙ্গে মউ সাক্ষর করবেন। চিন্তা করবেন না, অনেকেই আসেন, তাঁরা মউ সাক্ষর করেন, কেউ বিনিয়োগ করেন না আর। আমি কেবল সংবাদপত্রের শিরোনামটা নিয়েই ভাবি।

শুভেন্দুর কটাক্ষের জবাবে তৃণমূল সূত্র জানাচ্ছে , মমতাকে রনিল প্রশ্ন করেন “আপনি কি জোট ইন্ডিয়াকে নেতৃত্ব দিতে চলেছেন? ” এ প্রশ্নে কোনও উত্তর দেননি মমতা । শুধু হেসেছেন। এর পর শ্রীলঙ্কার রাষ্ট্রপতির উদ্দেশে মমতা বলেন, “মানুষ যদি আমাদের সমর্থন করে, তবে আগামী দিনে আমরা ক্ষমতায় আসতেই পারি।”

বুধবার দুবাই বিমানবন্দরে হঠাৎ করেই শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সঙ্গে দেখা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দু’জনের মধ্যে শুভেচ্ছা বিনিময় হবে। ‘‘আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি?’’ মমতা উত্তর দেন, ‘‘হ্যাঁ, অবশ্যই।’’ এর পরেই বিক্রমসিঙ্ঘের প্রশ্ন, ‘‘আপনিই কি বিরোধী জোটকে নেতৃত্ব দিতে চলেছেন?’’ যে ভিডিয়োটি সামনে এসেছে, তাতে এই প্রশ্নের পর মমতাকে হাসতে দেখা গিয়েছে। তিনি শুধু বলেছেন “ওহ মাই গড…” বিদেশ সফরে গিয়েও ‘ইন্ডিয়া’ জোট নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় বাংলার মুখ্যমন্ত্রীকে।