Suvendu Adhikari: রাজভবনের সামনে ধরনার অনুমতি চেয়ে সিপিকে চিঠি শুভেন্দু, তৃণমূল বলছে অভিষেককে নকল করছে

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Jun 15, 2024 | 12:04 PM

Suvendu Adhikari: ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে ১৯ জুন থেকে পাঁচদিন ধরনায় বসতে চান শুভেন্দু। তৃণমূল পাঁচদিন ধরনার অনুমতি পেলেও তাঁদের কেন নয়? প্রশ্ন তুলছেন শুভেন্দু। রাজ্যপাল সময় দিলে রবিবার ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত ১০০ জনকে নিয়ে রাজভবনে যাবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা।

Suvendu Adhikari: রাজভবনের সামনে ধরনার অনুমতি চেয়ে সিপিকে চিঠি শুভেন্দু, তৃণমূল বলছে অভিষেককে নকল করছে
শুভেন্দু অধিকারী, বিধানসভার বিরোধী দলনেতা
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: রাজভবনের বাইরে ধরনায় বসতে চেয়ে পুলিশ কমিশনারকে চিঠি শুভেন্দু অধিকারীর। এখনও অনুমতি না মেলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিধানসভার বিরোধী দলনেতা। ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে ১৯ জুন থেকে পাঁচদিন ধরনায় বসতে চান শুভেন্দু। তৃণমূল পাঁচদিন ধরনার অনুমতি পেলেও তাঁদের কেন নয়? প্রশ্ন তুলছেন শুভেন্দু। রাজ্যপাল সময় দিলে রবিবার ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত ১০০ জনকে নিয়ে রাজভবনে যাবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। 

শুভেন্দু বলেন, “তৃণমূল কংগ্রেসকে ধরনা দেওয়ার জন্য পাঁচদিনের জন্য অনুমতি দিয়েছিল কলকাতা পুলিশ। আমি কলকাতার পুলিশের কমিশনারকে চিঠি দিয়েছি। এখনও পর্যন্ত সিপি কোনও রেসপন্স করেননি। আমি মঙ্গলবার আবার রিমাইন্ডার দেব ঠিক করেছি। আর রাজ্যপাল অনুমতি দিলে রবিবার একশো জন আক্রান্তকে নিয়ে তাঁর সঙ্গে দেখা করব।”

এ বিষয়ে তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী বলেন, “ছোটবেলায় ময়ূরপুচ্ছ কাকের গল্প পড়েছিলাম। একবার একটা কাকের হঠাৎ করে ইচ্ছা হয়েছিল সে ময়ূর হবে। কিছু ময়ূরের পালক নিয়ে নিজের গায়ে লাগিয়ে ময়ূর সেজেছিল। কিন্তু, যখন একটা কাক কা কা করে ডেকেছিল তখন ওই কাকটাও ডেকে উঠেছিল। ধরা পড়ে গিয়েছিল। শুভেন্দু অধিকারীর ইচ্ছা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় হবেন। নকল করতে হবে। নিজস্বতা তো কিছু নেই। অভিষেক ধরনায় বসেছিল কেন্দ্র সরকার বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছিল বলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তো আটকে রাখে না, টাকা দেয়। তাই বলব নকল না করে নিজস্ব রাজনীতি করুন। আসলে ১৫ থেকে ২০ দিনের মধ্যে বিজেপি তাঁদের নতুন রাজ্য সভাপতির নাম জানাবে। সেখানে লড়াইয়ে টিকে থাকতে হবে তো। তাই এসব করছে।”  

Next Article