DA Dharna: ‘বম্ব মেরে মঞ্চ উড়িয়ে দেব’, ডিএ ধর্না মঞ্চে হুমকি পোস্টার ঘিরে চাঞ্চল্য
Poster: বকেয়া ডিএ-র দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলেন নামেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে শুরু হয় এই আন্দোলন। তার পর কলকাতার শহিদ মিনারে ধর্না মঞ্চ তৈরি করা হয়।
কলকাতা: ডিএ-র দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন রাজ্যের সরকারি কর্মচারিদের একাংশ। কেন্দ্রের সমহারে ডিএ-র দাবিতে অনড় তাঁরা। বিধানসভায় বাজেট অধিবেশনে রাজ্য সরকারের তিন শতাংশ ডিএ ঘোষণা খুশি করতে পারেনি ডিএ আন্দোলনকারীদের। শহিদ মিনারে কয়েক সপ্তাহ ধরেই ধর্না দিচ্ছেন তাঁরা। সেই ধর্না মঞ্চে উপস্থিত ছিলেন একাধিক বিরোধী দলের নেতারা। এ বার ধর্নামঞ্চের মধ্যে মিলল হুমকি পোস্টার। সেই পোস্টারে বোমা মেরে ধর্না মঞ্চ উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। যা ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে আন্দোলনকারীদের মধ্যে। ওই পোস্টারে লেখা রয়েছে, “এই নাটক বন্ধ কর, নইলে বম্ব মেরে মঞ্চ উড়িয়ে দেব।” এই পোস্টার নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন আন্দোলনকারীরা। ইতিমধ্যেই ময়দান থানায় বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করেছেন আন্দোলনকারীরা।
বকেয়া ডিএ-র দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলেন নামেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে শুরু হয় এই আন্দোলন। তার পর কলকাতার শহিদ মিনারে ধর্না মঞ্চ তৈরি করা হয়। সেই ধর্নার ১০৭৪ ঘণ্টা পেরিয়েছে। কেন্দ্রীয় সরকারের সমহারে ডিএ-র দাবিতে অনড় আন্দোলনকারীরা। বাম, কংগ্রেস, বিজেপি, আইএসএফ- রাজ্যের বিভিন্ন দলের নেতারা এই ধর্নামঞ্চে এসে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন। যদিও শাসকদলের বিভিন্ন নেতা এই আন্দোলনকারীদের সমালোচনায় সরব হয়েছেন। এই আবহেই একাধিক হুমকি পোস্টার ঘিরে আতঙ্ক ছড়িয়েছে ডিএ ধর্নামঞ্চে। বোমা মেরে মঞ্চ উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। এর পরই ময়দান থানায় এফআইআর দায়ের করা হয়।
এই পোস্টারের ব্যাপারে সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনর ভাস্কর ঘোষ বলেছেন, “পোস্টার দেখার পর আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি। এফআইআর দায়ের করা হয়েছে। যে ভাষায় হুমকি দেওয়া হয়েছে তাতে আমরা আতঙ্কিত। সরকারি কর্মী সমাজের পাওনার দাবিতে আমরা আন্দোলন করছি। মানুষের স্বার্থে এই আন্দোলন। এই হুমকি দিয়ে আমাদের দমিয়ে দেওয়া যাবে না।” তবে কে বা কারা এই পোস্টার দিয়েছেন সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।