Bankura: রাস্তার জট কাটছেই না! এবার নতুন দাবি নিয়ে অবরোধ, পুলিশ এলেও হুঁশিয়ারি দিয়েই দিলেন গ্রামবাসীরা

Bankura: স্থানীয়ভাবে জানা গিয়েছে, খাতড়া শহরের কংসাবতী রোড এলাকায় সম্প্রতি নিকাশি-নালা তৈরির কাজ শুরু হয়েছে। কিন্তু এলাকার বাসিন্দাদের দাবি, পথ সুগম করতে এলাকায় দু’টি কালভার্টের প্রয়োজন রয়েছে।

Bankura: রাস্তার জট কাটছেই না! এবার নতুন দাবি নিয়ে অবরোধ, পুলিশ এলেও হুঁশিয়ারি দিয়েই দিলেন গ্রামবাসীরা
রাস্তা অবরোধ এলাকার লোকজনেরImage Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 17, 2024 | 2:55 PM

বাঁকুড়া: রাস্তার সমস্যা যেন দিনে দিনে আরও বেড়েই চলেছে বাঁকুড়ায়। রোজ নানা প্রান্তে দেখা যাচ্ছে বিক্ষোভ-আন্দোলনের ছবি। এবার কালভার্ট তৈরির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন বাঁকুড়ার খাতড়া শহরের কংসাবতী রোড এলাকার বাসিন্দারা। অবরোধের জেরে বেশ কিছু সময়ের জন্য রাস্তায় ব্যাপক যানজট হয়। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে পুলিশ। ঘুরিয়ে দেওয়া হয় ওই রাস্তায় আসা যানবাহন। 

স্থানীয়ভাবে জানা গিয়েছে, খাতড়া শহরের কংসাবতী রোড এলাকায় সম্প্রতি নিকাশি-নালা তৈরির কাজ শুরু হয়েছে। কিন্তু এলাকার বাসিন্দাদের দাবি, পথ সুগম করতে এলাকায় দু’টি কালভার্টের প্রয়োজন রয়েছে। সেই দাবিও তাঁরা করে আসছেন দীর্ঘদিন থেকে। অভিযোগ, তাঁদের দাবিতে কোনও কর্ণপাত করেনি প্রশাসন। এদিকে একটু বৃষ্টি হলেই কালভার্ট না থাকায় নিকাশি-নালার জল একেবারে রাস্তার উপর উঠে আসে। 

বর্ষায় নোংরা হাঁটুজল ডিঙিয়ে যাতায়াত করতে হয় স্থানীয়দের। এই পরিস্থিতিতে আগে কালভার্ট তৈরির দাবি নতুন করে দানা বেঁধেছে। তা না হওয়াতেই এদিন বিক্ষোভে সামিল হলেন এলাকার লোকজন। খবর পেয়ে এদিন দুপুরেই খাতড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সরিয়ে দেওয়া হয় অবরোধকারীদের। যদিও এলাকার লোকজন জানাচ্ছেন দ্রুত কাজ না হলে আরও বড় আন্দোলনে সামিল হবেন তাঁরা। 

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)