Bankura: পার্কিংয়েই যত কাণ্ড, রাতের অন্ধকারে এ কী ঘটে গেল বিষ্ণুপুরে বিলাসবহুল হোটেলে!
Bankura: পরীক্ষা করে দেখা যায় দেহে কোনও সাড় নেই। রীতিমতো শোরগোল পড়ে যায় হোটেল চত্ত্বরে। খবর যায় পুলিশে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে বিষ্ণুপুর থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে মৃতের পরিবারকে।
বিষ্ণুপুর: বিলাসবহুল হোটেলের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে দেহ উদ্ধার। তা ঘিরেই ব্যাপক চাঞ্চল্য বিষ্ণুপুরে। পুলিশ জানিয়েছে মৃতের নাম অশোক রাজবংশী। বাড়ি কলকাতার নিউ টাউন এলাকায়। হোটেল সূত্রে জানা গিয়েছে দিন কয়েক আগে পর্যটকদের সঙ্গে নিয়ে গাড়ি চালিয়ে হোটেলে এসেছিলেন অশোক রাজবংশী। গতকাল রাতে তিনি হোটেলের সামনে নিজের গাড়িতে চালকের আসনেই শুয়েছিলেন। এদিন সকালে পর্যটকরা শুশুনিয়া পাহাড়ে যাওয়ার উদ্যেশ্যে গাড়ির সামনে এলে দেখেন গাড়ির মধ্যে পড়ে রয়েছেন ওই ব্যক্তি।
পরীক্ষা করে দেখা যায় দেহে কোনও সাড় নেই। রীতিমতো শোরগোল পড়ে যায় হোটেল চত্ত্বরে। খবর যায় পুলিশে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে বিষ্ণুপুর থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে মৃতের পরিবারকে। তবে মৃত্যুর কারণ নিয়ে দেখা গিয়েছে ধোঁয়াশা। তদন্ত শুরু করেছে পুলিশ।
যে পর্যটকদের সঙ্গে ওই ব্যক্তি এসেছিলেন তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। পরীক্ষা করে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। বিশেষ জোর দেওয়া হচ্ছে যে জায়গা থেকে ওই ব্যক্তিকে পাওয়া গিয়েছে অর্থাৎ পার্কিংয়ের সিসিটিভি ফুটেজের উপরে। পুলিশ সূত্রে খবর, ওই চালক গতকাল রাতে গাড়ির জানালার কাঁচ খুলে বমি করছেন। সেটা দেখা গিয়েছে সিসিটিভি ফুটেজ। শারীরিক সমস্যা থেকে মৃত্যু কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।