Fire in Bankura: নিমতলার ছায়া বাঁকুড়ায়, বছরখানেক আগে চুল্লি ফেটে মৃত্যু শ্রমিকের, ফের পুড়ে ছাই একই কারখানা
Fire in Bankura: স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ যখন কারখানার শ্রমিকরা পুরোদমে কাজে ব্যস্ত সেই সময়ই আচমকা কারখানার একাংশে থাকা ট্রান্সফর্মারে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। ভয়ে কারখানার ভেতরেই ছোটাছুটি শুরু করে দেন শ্রমিকেরা।
বাঁকুড়া: মাঝরাতেই বিধ্বংসী ফের বিধ্বংসী আগুনের ছবি দেখা গিয়েছে কলকাতার বুকে। নিমতলা ঘাটের কাছে একটি কাঠের গুদামে আগুন লাগে। ছুটে আসতে হয় দমকলের প্রায় ২০টি ইঞ্জিনকে। তারপরেও আগুন নেভাতে বেগ পোহাতে হয় দমকল কর্মীদের। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও। কার্যত একই ছবি বাঁকুড়ায়। বেসরকারি লোহা ও ইস্পাত তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তেজনা ছড়াল বাঁকুড়ার বড়জোড়ায়। শুক্রবার রাতে বি ডি গোয়েল কারখানার ট্রান্সফর্মারে আচমকাই ভয়াবহ আগুন লাগে। বিষয়টি শ্রমিকদের নজরে আসতেই তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। পরে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কেউ হতাহত না হলেও কারখানার বেশ কিছু যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ যখন কারখানার শ্রমিকরা পুরোদমে কাজে ব্যস্ত সেই সময়ই আচমকা কারখানার একাংশে থাকা ট্রান্সফর্মারে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। ভয়ে কারখানার ভেতরেই ছোটাছুটি শুরু করে দেন শ্রমিকেরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে।
দ্রুত দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগায়। কিন্তু, ট্রান্সফর্মারের তেল অত্যন্ত দাহ্য হওয়ায় আগুন বাগে আনতে রীতিমতো নাকাল হতে হয় দমকল কর্মীদের। গত বছর মে মাসে এই কারখানাতেই চুল্লি ফেটে বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়। বারংবার এমন দুর্ঘটনায় কারখানার নিরাপত্তা ও শ্রমিক সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।