Bus Accident: উদ্দাম গতিতে ছুটছিল বাস, সামনে ভ্যান পড়তেই ভয়ঙ্কর ঘটনা, ছিটকে গেল সব
Bus Accident: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে জয়পুরের দিক থেকে দুটি যাত্রীবাহী বাস যাচ্ছিল। অভিযোগ, সেই বাস দুটি একে অপরের সঙ্গে রেষারেষি করতে করতে এগোচ্ছিল। বেপরোয়া গতিতে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল বাসগুলি।
বাঁকুড়া: ফের দুটি বাসের রেষারেষিতে দুর্ঘটনা। বাঁকুড়ার বিষ্ণুপুর থানার এম আই টি মোড়ের ঘটনা। রেষারেষি করা দুটি বাসের একটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ইঞ্জিন ভ্যানে। এই ঘটনায় আহত হন ইঞ্জিন ভ্যানে থাকা তিন যাত্রী। গুরুতর আহত অবস্থায় তাঁদের নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। দুর্ঘটনার পরই রেষারেষি করা বাস দুটিকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে জয়পুরের দিক থেকে দুটি যাত্রীবাহী বাস যাচ্ছিল। অভিযোগ, সেই বাস দুটি একে অপরের সঙ্গে রেষারেষি করতে করতে এগোচ্ছিল। বেপরোয়া গতিতে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল বাসগুলি। বিষ্ণুপুর থানার এম আই টি মোড়ের কাছাকাছি আসতেই একটি বাস অপরটিকে ওভারটেক করতে গেলে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস গিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে রাখা একটি ইঞ্জিন ভ্যানে।
ধাক্কার অভিঘাতে ইঞ্জিন ভ্যান ও ওই ইঞ্জিন ভ্যানে থাকা মাইক বক্স সহ অন্যান্য সরঞ্জাম গিয়ে ছিটকে পড়ে পাশের জঙ্গলে। বাসের ধাক্কায় গুরুতর জখম হন ইঞ্জিন ভ্যানে থাকা ৩ সওয়ারি। খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে।