CM Mamata Banerjee: অভিষেকের পর চিকিৎসকদের মুখোমুখি মমতা, ফেব্রুয়ারিতেই হতে চলেছে বড় বৈঠক
CM Mamata Banerjee: তিলোত্তমা কাণ্ডের পরেই এই স্টেট গ্রিভান্স সেল তৈরি করা হয়েছিল। যার চেয়ারম্যান হয়েছিল ডক্টর সৌরভ দত্ত। এই সেলে থাকা সদস্যদের বক্তব্য, গত কয়েকমাসে তাঁরা অনেক অভিযোগ পেয়েছেন। সেগুলি শুনে তাঁদের মনে হয়েছে জুনিয়র, সিনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর একবার সাক্ষাতের প্রয়োজন রয়েছে।
কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর চিকিৎসকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেডিক্যাল কলেজ, জেলা হাসপাতাল, স্টেট জেনারেল হাসপাতালের পাশাপশি বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরাও থাকবেন বৈঠকে। থাকবেন চিকিৎসক পড়ুয়ারাও। ধনধান্য অডিটোরিয়ামে ২৪ ফেব্রুয়ারি এই বৈঠক। স্টেট গ্রিভান্স সেলের বক্তব্য, মুখ্যমন্ত্রীর কাছে তাঁরা এই বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী প্রস্তাব গ্রহণ করেছেন। তারপরই হতে চলেছে এই বৈঠক।
প্রসঙ্গত, তিলোত্তমা কাণ্ডের পরেই এই স্টেট গ্রিভান্স সেল তৈরি করা হয়েছিল। যার চেয়ারম্যান হয়েছিল ডক্টর সৌরভ দত্ত। এই সেলে থাকা সদস্যদের বক্তব্য, গত কয়েকমাসে তাঁরা অনেক অভিযোগ পেয়েছেন। সেগুলি শুনে তাঁদের মনে হয়েছে জুনিয়র, সিনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর একবার সাক্ষাতের প্রয়োজন রয়েছে। সকলের কথা শোনার প্রয়োজনীয়তা রয়েছে। সে কারণেই তাঁরা এই প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে রাখেন। মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত সেই প্রস্তাব গ্রহণ করেছেন।
এই খবরটিও পড়ুন
প্রসঙ্গত, গত বছরের শেষ দিকে ডায়মন্ড হারবারের আমতলার সমন্বয় অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে ‘সমন্বয়’ বৈঠক ডাকেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাজির ছিলেন হাজারের বেশি চিকিৎসক। আয়োজকের ভূমিকায় দেখা গিয়েছিল তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেনকে। এবার, স্টেট গ্রিভান্স সেল নিজের উদ্য়োগেই বৈঠক ডাকায় তা নিয়ে চলছে চর্চা। এখন দেখার অভিষেকের পর এবার এই নতুন বৈঠক থেকে মমতা কী বার্তা দেন।