Jio News: আরও দ্রুত, আরও গতিময়! বাজারে 5G এর থেকেও উন্নত নেটওয়ার্ক আনল জিও
Jio News: পুরনো ৪জি-র অভ্যাস ছেড়ে নতুন যুগের ৫জি নেটওয়ার্ক মাধ্যম গ্রহণ করে নেননি এখনও অনেকেই। আর তার আগেই বাজারে নতুন নেটওয়ার্ক নিয়ে এল জিও।
কলকাতা: ৫জি-এর থেকে আরও উন্নতমানের প্রযুক্তি। তবে ৬জি নয়। ৫.৫জি। নতুন নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি করল মুকেশ অম্বানীর টেলিকম সংস্থা জিও। এই নেটওয়ার্কের মাধ্যমে ফোনেই মিলবে দশ জিবিপিএস পর্যন্ত নেটের স্পিড।
কী এই ৫.৫জি?
সদ্যই বাজারে এসেছে ৫জি নেটওয়ার্ক মাধ্যম। শহরের ইউজার ছাড়া ভারতের বেশিরভাগ নাগরিকই এখনও ভরসা রেখেছে ৪জি নেটওয়ার্ক মাধ্যমে। ফলত, পুরনো ৪জি-র অভ্যাস ছেড়ে নতুন যুগের ৫জি নেটওয়ার্ক মাধ্যম গ্রহণ করে নেননি এখনও অনেকেই। আর তার আগেই বাজারে নতুন নেটওয়ার্ক নিয়ে এল জিও।
সংস্থা সূত্রে জানা গিয়েছে, ৫জি নেটওয়ার্ক সার্ভিসের তুলনায় অনেকটা আধুনিক এই ৫.৫জি নেটওয়ার্ক। রয়েছে আরও দ্রুত ইন্টারনেটের ব্যবস্থা, সঙ্গে আরও স্থিতিশীল ও আরও কম লেটেন্সি। শুধু তা-ই নয়, জিও-র এই নতুন নেটওয়ার্কের সর্বোচ্চ ডাউনলোড স্পিড পৌঁছতে দশ জিবিপিএস পর্যন্ত। অন্য দিকে, আপলোড স্পিড ছুঁয়ে ফেলবে ১ জিবিপিএস পর্যন্ত।
কারা পাবেন জিওর এই সুবিধা?
জানা গিয়েছে, শুধু ওয়ানপ্লাস ব্যবহারকারীদের জন্য এই নতুন নেটওয়ার্ক এনেছে জিও। তবে ওয়ানপ্লাসের যে কোনও ফোন নয়। তাদের সদ্য লঞ্চ হওয়া ওয়ানপ্লাস ১৩ সিরিজের সঙ্গেই মিলবে এই ৫.৫জি-এর সুবিধা। মূলত, ওয়ানপ্লাস সংস্থার সঙ্গেই যৌথ উদ্দ্যোগে এই নেটওয়ার্ক তৈরি করেছে মুকেশ অম্বানীর টেলিকম সংস্থা।