Abhishek Banerjee: ‘উই আর শকড’, বাদ পড়া মুখপাত্রদের অভিষেকের নির্দেশে ফোন ডেরেকের

Abhishek Banerjee: মুখপাত্রের তালিকা থেকে বাদ পডেছে অরূপ চক্রবর্তী, ঋজু দত্ত, সুদীপ রাহা, কোহিনুর মজুমদারের নাম। এরা তৃণমূলে অভিষেক পন্থী বলেই পরিচিত।

Abhishek Banerjee: 'উই আর শকড', বাদ পড়া মুখপাত্রদের অভিষেকের নির্দেশে ফোন ডেরেকের
অভিষেক বন্দ্যোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: Nov 28, 2024 | 3:57 PM

কলকাতা: সদ্য প্রকাশ হওয়া মুখপাত্রের তালিকায় বাদ পড়েছে পুরনো কয়েকটি নাম। আর তাতেই তৃণমূলে নবীন-প্রবীণ দ্বন্দ্ব প্রকট হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। আর এবার আরও তাৎপর্যপূর্ণ ঘটনা। বাদ পড়া সেই মুখপাত্রদের ফোন করলেন তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়েন। সূত্রের খবর, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই ফোন করেন তিনি।

সদ্য মুখপাত্রদের তালিকা থেকে বাদ পড়েছেন অরূপ চক্রবর্তী, ঋজু দত্ত, সুদীপ রাহা, কোহিনুর মজুমদার। তাঁরা প্রত্যেকেই তৃণমূলে ‘অভিষেক পন্থী’ বলেই পরিচিত। সূত্রের খবর, সেই মুখপাত্রদের কাছে বৃহস্পতিবার গেল ডেরেকের ফোন। ‘কনফারেন্স কল’-এ তাঁদের সঙ্গে কথা হয়েছে বলে সূত্রের খবর। বুধবারই নাম বাদ পড়ায় কার্যত অসন্তোষ প্রকাশ করেন অরূপ চক্রবর্তী। দলের সিদ্ধান্ত মেনে নিলেও তিনি মনে করিয়ে দেব, দলের কঠিন সময়ে বিভিন্ন জায়গায় কথা বলতে গিয়ে বিরোধীদের গালিগালাজ খেতে হয়েছে তাঁদের।

সূত্রের খবর, ডেরেক বলেছেন, ‘উই আর শকড’ (আমরা বিস্মিত)। নেতাদের পাশে থাকার বার্তাও দিয়েছেন ডেরেক। তিনি জানিয়েছেন, অভিষেককে গোটা বিষয়টি জানাবেন। মুখপাত্ররা খুব ভাল কাজ করেছেন বলে প্রশংসাও করেন তিনি।

গত সোমবার কালীঘাটে ছিল তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে হওয়া সেই বৈঠকেই এই মুখপাত্রদের তালিকা ঠিক করা হয়। সেখানে ঠিক হয়, কোন নেতা কোন কোন বিষয়ে কথা বলবেন। সংবাদমাধ্যমে কারা কথা বলবেন, সেটাও ঠিক করে দেওয়া হয়েছে। সেখানেই এই চারটি নাম নিয়ে প্রশ্ন উঠেছে। তবে তৃণমূলের তরফ এর আলাদা করে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।