Abhishek Banerjee: নৈশভোজে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর, দিল্লি যাচ্ছেন অভিষেক
Abhishek Banerjee: সাতটি প্রতিনিধি দলে ৫০ জনের বেশি সদস্য ছিলেন। তার মধ্যে বেশিরভাগই বর্তমান সাংসদ। জেডিইউ সাংসদ সঞ্জয় ঝার নেতৃত্বে অভিষেকদের প্রতিনিধি দলটি এশিয়ার ৫টি দেশে যায়। গত ২১ মে প্রথমে জাপান যান অভিষেকরা। ২ সপ্তাহে জাপান ছাড়াও দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া যান তাঁরা।

কলকাতা: নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই আমন্ত্রণ পেয়ে দিল্লি যাচ্ছেন ডায়মন্ডহারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি দিল্লি যাচ্ছেন। এদিনই সন্ধ্যায় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে নৈশভোজে অভিষেক ছাড়াও উপস্থিত থাকবেন সাতটি বহুদলীয় প্রতিনিধি দলের সদস্যরা। অপারেশন সিঁদুর ও সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপের কথা বিশ্বের দরবারে তুলে ধরতে এই সাতটি প্রতিনিধি দলের সদস্যরা বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় প্রতিনিধি দলগুলির সদস্যদের সঙ্গে বৈঠকও করবেন প্রধানমন্ত্রী।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা চালিয়ে ২৬ জনকে মেরেছিল জঙ্গিরা। ১৫ দিনের মাথায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় আঘাত হানে ভারতীয় সেনা। একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয়। ভারতীয় সেনার অপারেশন সিঁদুর ও সন্ত্রাসবাদ দমনে ভারতের ভূমিকার কথা তুলে ধরতে অভিষেকরা বিশ্বের নানা দেশে যান।
সাতটি প্রতিনিধি দলে ৫০ জনের বেশি সদস্য ছিলেন। তার মধ্যে বেশিরভাগই বর্তমান সাংসদ। জেডিইউ সাংসদ সঞ্জয় ঝার নেতৃত্বে অভিষেকদের প্রতিনিধি দলটি এশিয়ার ৫টি দেশে যায়। গত ২১ মে প্রথমে জাপান যান অভিষেকরা। ২ সপ্তাহে জাপান ছাড়াও দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া যান তাঁরা। সন্ত্রাসবাদে মদত দেওয়া নিয়ে পাকিস্তানের ভূমিকার কথা তুলে ধরেন।
এই খবরটিও পড়ুন




৩ জুন রাতে কলকাতা ফেরেন অভিষেক। পরদিন দিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে বৈঠক করেন। কিন্তু, পূর্ব নির্ধারিত একাধিক কর্মসূচি থাকায় সেই বৈঠকে থাকতে পারবেন না বলে বিদেশমন্ত্রককে জানিয়ে দেন অভিষেক। তিনি বলেন, তাঁর মতামত লিখিতভাবে জানাবেন।
মঙ্গলবার অবশ্য প্রধানমন্ত্রীর আমন্ত্রণে অভিষেক দিল্লি যাচ্ছেন বলে তৃণমূলের তরফে জানা গিয়েছে। প্রতিনিধি দলের সদস্য হিসেবে ৫ দেশে সফরের কথা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তুলে ধরবেন তিনি। উল্লেখ্য, প্রতিনিধি দলের সদস্য হিসেবে তৃণমূলের বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের নাম ঠিক করেছিল কেন্দ্র। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে অসন্তোষ প্রকাশ করে জানিয়েছিলেন, কোনও দলের প্রতিনিধি কেন্দ্র ঠিক করে দিতে পারে না। এরপরই সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু ফোন করেন মমতাকে। তৃণমূলের তরফে অভিষেকের নাম প্রতিনিধি হিসেবে প্রস্তাব করা হয়।





