কলকাতা: কোনও দুর্নীতিই প্রকাশ্যে আসেনি, যা প্রকাশ্যে এসেছে তা কেবল গল্প আর কিছুই নয়। এমনই মনে করছেন তৃণমূল মুখপাত্র তথা রাজ্যের শাসক দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। উল্লেখ্য, সাম্প্রতিককালে রাজ্যের শাসক শিবিরের একাধিক রথী-মহারথী গ্রেফতার হয়েছেন। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। সম্প্রতি রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। একের পর এক দুর্নীতির অভিযোগে যখন তেড়েফুঁড়ে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তখন শাসক দলের নেতাদের মুখে বার বার বাম-জমানার পরিস্থিতির কথা উঠে আসছে।
সেই নিয়েই সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি খোঁচা দিয়েছেন তৃণমূলকে। বলেছেন, যখন লাগামহীন দুর্নীতির অভিযোগ উঠে আসছে, যখন একের পর এক দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসছে, তখন সিপিএমের কথা মনে পড়ছে তৃণমূলের। সীতারামের সেই মন্তব্যের এবার পাল্টা দিয়ে কুণাল বললেন, “একের পর এক দুর্নীতি সামনে আসেনি। দু’চারটে গল্প সামনে এসেছে। আর সিপিএমের সময়ের আসল দুর্নীতিগুলি যেভাবে ধামাচাপা পড়ে ছিল, সেগুলি মানুষকে মনে করিয়ে দেওয়া হচ্ছে।” বামেদের পাল্টা আক্রমণ শানিয়ে, খাদ্য কেলেঙ্কারি, রেশন কেলেঙ্কারি, মরিচঝাঁপি, সাঁইবাড়ির কথা স্মরণ করিয়ে দিলেন কুণাল ঘোষ। সীতারাম ইয়েচুরির উদ্দেশে তৃণমূল মুখপাত্রের প্রশ্ন, “এখন ভাবের ঘোরে চুরি করে কী হবে! সিপিএম এখন ডাইনোসরের ডিম।”
উল্লেখ্য, বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে রেশন দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারিকে ইস্যু করে লাগাতার তৃণমূলকে খোঁচা দিয়ে যাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এসবের মধ্যেই এবার পাল্টা দিলেন কুণাল। তাঁর বক্তব্য, কোনও দুর্নীতি প্রকাশ্যে আসেনি, শুধু কিছু গল্প প্রকাশ্যে এসেছে।