Short Film on Abhishek Banerjee: সাড়ে ১৭ মিনিটের ‘ব্রেকিং নিউজ’, ‘অভিজিৎ’, ‘সমতা’ হয়ে জনতার দরবারে অভিষেক-মমতা
Short Film on Abhishek Banerjee: মাত্র ৭ দিনের মধ্যে এই ছবির কাজ শেষ করা হয়েছে। রয়েছে মমতা ও মোদীর কণ্ঠস্বরও।
কলকাতা : গানের পর এবার শর্ট ফিল্ম। স্বল্প দৈর্ঘের ছবি বানিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপন করল তৃণমূল ছাত্র পরিষদ। সোমবারই ৩৫ পা রাখেন দলের সেকেন্ড ইন কম্যান্ড। আর এদিন তাঁর জন্মদিন উপলক্ষে থিম সং প্রকাশ করা হয় দলের তরফে। সাধারণ নির্বাচন এলেই থিম সং বানাতে দেখা যায় সব রাজনৈতিক দলকে। কিন্তু কোনও রাজনৈতিক ব্যক্তির জন্মদিন কেন্দ্র করে থিম সং বঙ্গ রাজনীতিতে নজিরবিহীন বলে মনে করা হচ্ছে। বিশেষ করে পঞ্চায়েত নির্বাচনের আগে গান বেঁধে কিংবা সিনেমা তৈরি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরাও অত্যন্ত ইঙ্গিতবহ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
সাড়ে ১৭ মিনিটের ছবি। মূল চরিত্রে অভিষেক থুড়ি ‘অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।’ নাম বদলে জায়গা পেয়েছে তৃণমূলের ভোট কুশলী ‘কিশোর’ও। আর দলের সুপ্রিমোর নাম রাখা হয়েছে সমতা বন্দ্যোপাধ্যায়। আর ছবির ক্লাইমেক্সে বিরোধী দলনেতার ভূমিকাও ধরা পড়েছে স্পষ্টভাবে। প্রেক্ষাপট, ২০২১-এর বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে প্রবল গেরুয়া হওয়া। তৃণমূল ভেঙে গেরুয়া শিবিরে যোগ দেওয়ার হিড়িক। শুভেন্দুর বিজেপি যোগদানও তুলে ধরা হয়েছে সিনেমায়।
‘অভিজিৎ বন্দ্যোপাধ্যায়’-এর চরিত্রে থাকা প্রান্তিক চক্রবর্তীর মুখ দেখানো হয়নি ছবিতে। তবে কাপ হাতে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা কালো টি শার্টের ব্যক্তিকে চিনে নিতে অসুবিধা হয় না। ছবি জুড়ে ব্যবহার করা হয়েছে, অভিষেকের বিভিন্ন জনসভার আসল ফুটেজ। ব্যবহার করা হয়েছে মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কন্ঠস্বরও ব্যবহার করা হয়েছে। তিনি যে ভাষায় আক্রমণ করেছিলেন, তার উল্লেখ রয়েছে। ছবিতে সাক্ষাৎকারের প্রশ্নোত্তরের মধ্যে দিয়ে বিভিন্ন বিষয়ে অভিষেকের অবস্থান স্পষ্ট করা হয়েছে। অভিষেককে কার্যত আগামিদিনের বড় নেতা হিসেবে তুলে ধরা হয়েছে।
তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য জানান, হঠাৎ করেই এই ছবি তৈরির পরিকল্পনা করা হয়। সোশ্যাল মিডিয়ায় ওই ছবি শেয়ার করে তিনি জানিয়েছেন, মাত্র ৭ দিনের মধ্যে এই ছবির কাজ শেষ করা হয়। তাঁর দাবি, সময়ের অভাবে ছবিটিতে অনেক খামতি রয়ে গিয়েছে। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের উপহার বলেও উল্লেখ করেছেন তিনি। উল্লেখ্য, সোমবার জন্মদিনের সন্ধ্যায় নিজের বাড়ির সামনে বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে দেখা করেন অভিষেক।
তৃণাঙ্কুর ভট্টাচার্যের দাবি, ২০২১-এর নির্বাচনে যেভাবে অভিষেক সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, সেটা এই ছবির মাধ্যমে ধরে রাখা হল। তবে মমতাকে নিয়ে ছবি নয় কেন? সেই প্রশ্নের জবাবে তৃণাঙ্কুর বলেন, ‘নেত্রীকে নিয়ে ছবি বানানোর দুঃসাহস আমরা দেখাইনি। তাঁকে নিয়ে আগেও ছবি তৈরি হয়েছে। অভিষেককে নিয়ে তেমনটা নেই, তাই আমরাই শুরু করলাম।’