Suvendu Adhikari: আশুতোষ কলেজের পাশে শুভেন্দুকে ঘিরে বিক্ষোভ, কটূক্তি! তেড়ে যেতে ‘উদ্যত’ বিরোধী দলনেতা
TMCP Supporters Protest: শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানানোর সেই কর্মসূচিতেই তৃণমূল ছাত্র সংগঠনের সমর্থক পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগানও তোলেন পড়ুয়ারা।
কলকাতা : তৃণমূলের বড় জয়ের দিন হাজরাতে বিক্ষোভের মুখে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আশুতোষ কলেজের (Ashutosh College) পাশে শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল ছাত্র পরিষদের (Trinamool Chhatra Parishad) সমর্থক বলে পরিচিত পড়ুয়াদের একাংশ। বিরোধী দলনেতার নিরাপত্তারক্ষীরা কোনওভাবে শুভেন্দু অধিকারীকে উদ্ধার করে গাড়িতে তুলে নিয়ে চলে যান। জানা গিয়েছে, পুলওয়ামায় শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে আশুতোষ কলেজের পাশেই এক কর্মসূচিতে এসেছিলেন শুভেন্দু অধিকারী। শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানানোর সেই কর্মসূচিতেই তৃণমূল ছাত্র সংগঠনের সমর্থক পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগানও তোলেন পড়ুয়ারা।
আশুতোষ কলেজের পাশেই পুলওয়ামায় শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে এক কর্মসূচির আয়োজন করেছিল একটি সংগঠন। সেখানেই আমন্ত্রিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই অনুষ্ঠানে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে আসলে শুভেন্দু অধিকারীকে ঘিরে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক পড়ুয়ারা তুমুল বিক্ষোভ শুরু করে। তারা বিভিন্ন ভাষায় শুভেন্দু অধিকারীকে কটূক্তি করতে থাকে বলেও অভিযোগ ওঠে। বিরোধী দলনেতা সেখানে পৌঁছাতেই তাঁর আপ্তসহায়ক এবং নিরাপত্তা রক্ষীদের সঙ্গে পড়ুয়াদের এক প্রস্থ ধস্তাধস্তির পরিবেশ তৈরি হয়। তাদের ঘিরে ধাক্কাধাক্কি শুরু করেন পড়ুয়াদের একাংশ। সেই সঙ্গে চলতে থাকে গো ব্যাক স্লোগান। তারপরই কোনওরকমে শুভেন্দুকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে গাড়িতে তুলে নিয়ে যান তাঁর নিরাপত্তারক্ষীরা। শুভেন্দু গাড়িতে ওঠার সময়েও কটূক্তি করতে থাকে পড়ুয়াদের একাংশ। আর তাতে বেজায় চটে যান বিরোধী দলনেতা। গাড়িতে উঠতে গিয়েও পিছন ফিরে তেড়ে যেতে উদ্যত হন তিনি। যদিও নিরাপত্তারক্ষীরা তাঁকে থামিয়ে দেন।
On Pulwama Divas, while attending an apolitical event to pay respects to the martyred Jawans for their ultimate sacrifice; at Ashutosh College More; under Bhabanipur PS area; CM @MamataOfficial‘s Assembly Constituency; unruly TMC goons, assaulted me physically.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) February 14, 2022
উল্লেখ্য, সোমবারই চার পুরনিগমে কার্যত ‘ক্লিন সুইপ’ দিয়েছে তৃণমূল কংগ্রেস। বহু প্রতীক্ষার পর শিলিগুড়ি পুরনিগমেও এককভাবে বোর্ড গঠনের পথে মমতার দল। কলকাতা পুরনিগমের ফলাফলই কার্যত প্রতিফলন দেখা গিয়েছে চার পুরনিগমে। আর এরই মধ্যে কলকাতায় বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী। যদিও শুভেন্দু অধিকারী সেখানে কোনও রাজনৈতিক কর্মসূচিতে যাননি। অথবা, আশুতোষ কলেজের ভিতরেও প্রবেশ করেননি। তিনি গিয়েছিলেন আশুতোষ কলেজের পাশে পুলওয়ামার শহিদদের স্মৃতিতে শ্রদ্ধা জানাতে। কিন্তু সেখানে যেভাবে ধস্তাধস্তির পরিবেশ তৈরি হয়, তার জেরে তড়িঘড়ি বিরোধী দলনেতাকে সেখান থেকে উদ্ধার করে গাড়িতে তুলে বেরিয়ে যান তাঁর নিরাপত্তারক্ষীরা। যদিও তৃণমূলের ছাত্র পরিষদের পড়ুয়ারা সেখানে কী দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তা নিয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
আরও পড়ুন : ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বাধা দিচ্ছে প্রশাসন! আমি বিব্রত’, পুরভোটের মনোনয়ন মামলায় মন্তব্য বিচারপতির