Today Weather News: একলাফে ২০ ডিগ্রি! কলকাতার কপালে ‘ঘাম’, জেলায় জেলায় বৃষ্টি

Kaamalesh Chowdhury | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 31, 2024 | 12:09 PM

Today Weather News: এ দিকে, আগামিকাল থেকে আবার হলুদ সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গে। কাল থেকে দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা।বিক্ষিপ্ত বৃষ্টি হবে আজ এবং শুক্রবারও। বুধবার বুধবার বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতায়। বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন প্রায় সব জেলাতেই।

Today Weather News: একলাফে ২০ ডিগ্রি! কলকাতার কপালে ঘাম, জেলায় জেলায় বৃষ্টি
কলকাতার আবহাওয়া
Image Credit source: twitter

Follow Us

কলকাতা: পূর্বাভাস সত্যি করে বৃষ্টি এসেছে। বুধবার সকালেই কলকাতার বিভিন্ন জায়গা ভিজেছে বৃষ্টিতে। এর মধ্যে আবার বৃহস্পতিবার থেকে হলুদ সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গে। এ দিকে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে আগেই শীতে কোপ পড়েছে। জানুয়ারি শেষ হতে না হতেই ঠান্ডাও যেন ‘পালাই-পালাই’ বলছে।

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা উঠে গেল ২০.২ ডিগ্রিতে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৯ ডিগ্রিতে উঠে যায়।আজকের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি। আগামী ৫ দিনে ঠান্ডা ফেরার আশা নেই বলেই মনে করছেন আবহবিদরা।

কোথায় কত তাপমাত্রা?

আলিপুর ২০.২

মেদিনীপুর ১৯.৫

দিঘা ১৯.০

দমদম ১৮.৬

শ্রীনিকেতন ১৪.০

বাঁকুড়া ১২.৬

এ দিকে, আগামিকাল থেকে আবার হলুদ সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গে। কাল থেকে দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা।বিক্ষিপ্ত বৃষ্টি হবে আজ এবং শুক্রবারও। বুধবার বুধবার বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতায়। বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন প্রায় সব জেলাতেই। শুক্রবার দু-এক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি দু’ এক পশলা। বৃষ্টি হতে পারে নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায়। এ দিকে, মাঘ মাসের এই অকাল বৃষ্টিতে সবজি চাষের ব্যাপক ক্ষতি হতে পারে। আলু চাষেও পড়তে পারে প্রভাব। যার জেরে সিঁদুরে মেঘ দেখছেন কৃষকরা।

 

Next Article