কলকাতা: তিলোত্তমাকাণ্ডের আবহে পথে নামছে মহিলা তৃণমূল কংগ্রেস। আগামী ৩০ সেপ্টেম্বর শনিবার শহর কলকাতায় মিছিল করবে তারা। ভিক্টোরিয়া হাউজ থেকে বিড়লা তারামণ্ডল পর্যন্ত এই মিছিল হবে। ‘তিলোত্তমার বিচার চাই, কেন চুপ সিবিআই’, এই স্লোগানকে সামনে রেখে মহিলা তৃণমূলের মিছিল বেরোবে।
রাজনীতির কারবারিরাই বলেন, ভোটের রাজনীতিতে সবসময়ই শাসকদল মহিলাদের পাশে পেয়েছে। কিন্তু তিলোত্তমাকাণ্ডের আবহে তৃণমূলের মহিলা ভোটব্যাঙ্ক কি কোনওভাবে ধাক্কা খাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, মহিলা তৃণমূলের ২৮ তারিখের কর্মসূচি সে প্রশ্ন উস্কে দিচ্ছে। ৩০ তারিখ শুধু কলকাতাতেই নয়, রাজ্যজুড়ে চলবে মহিলা সংগঠনের কর্মসূচি।
৩০ তারিখ কলকাতা ভিক্টোরিয়া হাউজ থেকে বিড়লা তারামণ্ডল পর্যন্ত যখন চন্দ্রিমা ভট্টাচার্যরা পদযাত্রা করবেন, তখন রাজ্যজুড়ে তৃণমূল মহিলা কংগ্রেসের সদস্যরা পদযাত্রা করবেন। বিভিন্ন ইস্যুতেই মহিলা তৃণমূল কংগ্রেস পথে নামে। তবে তিলোত্তমাকাণ্ডের আবহে যে নাগরিক মিছিল দেখা গিয়েছে এবং তাতে যে সংখ্যক মহিলাদের প্রতিনিধিত্ব লক্ষ্য করা গিয়েছে, তা তাৎপর্যপূর্ণ।
আর এখানেই অনেকের প্রশ্ন, এত সংখ্যক মহিলার পথে নামা কি কোনওভাবে চিন্তার ভাঁজ ফেলেছে শাসকশিবিরে? তাই কি মহিলা তৃণমূলের উদ্যোগে এই মিছিল? এই মিছিলের পাশাপাশি রাজ্যজুড়ে লিফলেট বিলিরও উদ্যোগ নিচ্ছে মহিলা তৃণমূল। মহিলাদের উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্য়ায় কী কী করেছেন, তা তুলে ধরা হবে ওই লিফলেটে। গোটা রাজ্যজুড়ে এই প্রচার করা হবে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে।
কলকাতা: তিলোত্তমাকাণ্ডের আবহে পথে নামছে মহিলা তৃণমূল কংগ্রেস। আগামী ৩০ সেপ্টেম্বর শনিবার শহর কলকাতায় মিছিল করবে তারা। ভিক্টোরিয়া হাউজ থেকে বিড়লা তারামণ্ডল পর্যন্ত এই মিছিল হবে। ‘তিলোত্তমার বিচার চাই, কেন চুপ সিবিআই’, এই স্লোগানকে সামনে রেখে মহিলা তৃণমূলের মিছিল বেরোবে।
রাজনীতির কারবারিরাই বলেন, ভোটের রাজনীতিতে সবসময়ই শাসকদল মহিলাদের পাশে পেয়েছে। কিন্তু তিলোত্তমাকাণ্ডের আবহে তৃণমূলের মহিলা ভোটব্যাঙ্ক কি কোনওভাবে ধাক্কা খাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, মহিলা তৃণমূলের ২৮ তারিখের কর্মসূচি সে প্রশ্ন উস্কে দিচ্ছে। ৩০ তারিখ শুধু কলকাতাতেই নয়, রাজ্যজুড়ে চলবে মহিলা সংগঠনের কর্মসূচি।
৩০ তারিখ কলকাতা ভিক্টোরিয়া হাউজ থেকে বিড়লা তারামণ্ডল পর্যন্ত যখন চন্দ্রিমা ভট্টাচার্যরা পদযাত্রা করবেন, তখন রাজ্যজুড়ে তৃণমূল মহিলা কংগ্রেসের সদস্যরা পদযাত্রা করবেন। বিভিন্ন ইস্যুতেই মহিলা তৃণমূল কংগ্রেস পথে নামে। তবে তিলোত্তমাকাণ্ডের আবহে যে নাগরিক মিছিল দেখা গিয়েছে এবং তাতে যে সংখ্যক মহিলাদের প্রতিনিধিত্ব লক্ষ্য করা গিয়েছে, তা তাৎপর্যপূর্ণ।
আর এখানেই অনেকের প্রশ্ন, এত সংখ্যক মহিলার পথে নামা কি কোনওভাবে চিন্তার ভাঁজ ফেলেছে শাসকশিবিরে? তাই কি মহিলা তৃণমূলের উদ্যোগে এই মিছিল? এই মিছিলের পাশাপাশি রাজ্যজুড়ে লিফলেট বিলিরও উদ্যোগ নিচ্ছে মহিলা তৃণমূল। মহিলাদের উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্য়ায় কী কী করেছেন, তা তুলে ধরা হবে ওই লিফলেটে। গোটা রাজ্যজুড়ে এই প্রচার করা হবে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে।