Monalisa TMC Councillor: ফের সুদীপের বিরুদ্ধে খড়গহস্ত মোনালিসা, করলেন বিস্ফোরক পোস্ট
Monalisa TMC Councillor: প্রসঙ্গত, এই মোনালিসা যখন ধরনায় বসেছিলেন তখন মানভঞ্জন করতে মাঠে নামতে দেখা যায় কুণাল ঘোষকে। কুণালের মধ্যস্থতায় অনশনের রাস্তা থেকেও সরে আসেন। কুণাল ঘোষের হাত থেকে ওআরএস জল খেয়ে অনশন তোলেন 'বিদ্রোহী' তৃণমূল নেত্রী।
কলকাতা: কোন্দল চলছিলই। কিছুদিন আগেই ‘কাজ করতে পারছি না’ বলে ধরনাতেও বসেছিলেন ৪৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্য়োপাধ্যায়। তাঁর নিশানায় ছিলেন দলেরই একাংশ। তাঁর অভিযোগ ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা তাঁর ওয়ার্ডে ঢুকে তাঁকে কাজে বাধা দিচ্ছেন। প্রতিবাদে ওয়েলিংটন স্কোয়ারে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী দফতরে ধরনা বসেছিলেন তিনি। ভোটবঙ্গে তা নিয়ে বিস্তর শোরগোলও শুরু হয়ে গিয়েছিল। এবার সেই মোনালিসাই ফের একবার ফুঁসে উঠলেন সুদীপের বিরুদ্ধে। করলেন ‘প্রতিবাদী’ ফেসবুক পোস্ট।
সদ্য উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারের জন্য দু’টি প্রচার পুস্তিকা সামনে এসেছে। তা নিয়েই ক্ষোভ প্রকাশ করেন মোনালিসা। লেখেন, ‘উত্তর কলকাতার প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দুটি প্রচার পুস্তিকা প্রকাশিত হয়েছে।এতগুলো পাতায় এতগুলো ছবি। সেখানে আমাদের যুব সমাজের আইকন, ক্যাপ্টেন অভিষেক বন্দোপাধ্যায়ের অন্তত একটিও ছবি থাকলে ভালো হতো। মমতা ব্যানার্জী জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জী জিন্দাবাদ।’ তাঁর এই পোস্ট নিয়েই এখন তিলোত্তমার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোরদার চর্চা।
প্রসঙ্গত, এই মোনালিসা যখন ধরনায় বসেছিলেন তখন মানভঞ্জন করতে মাঠে নামতে দেখা যায় কুণাল ঘোষকে। কুণালের মধ্যস্থতায় অনশনের রাস্তা থেকেও সরে আসেন। কুণাল ঘোষের হাত থেকে ওআরএস জল খেয়ে অনশন তোলেন ‘বিদ্রোহী’ তৃণমূল নেত্রী। যদিও সেই সময় মোনালিসার বক্তব্য ছিল, সব ইস্যু পুরোপুরি সমাধান হয়নি। কিন্তু, ভোটের মধ্য়ে ভোটারদের যাতে কোনওরকম অসুবিধা না হয় সে কারণেই তিনি অনশন তুলেছেন। এবার ফের সেই মোনালিসা সুদীপের বিরুদ্ধে সুর চড়াতেই অন্য গন্ধ পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই।