ফের আক্রমণে মমতা
Image Credit source: TV-9 Bangla
হুগলি: ১৩ মে চতুর্থ দফার ভোটের পরই ২০ মে ভোট হুগলিতে। এবার সেই হুগলিতে ভোট প্রচারে ঝড় তুলতে মাঠে নেমে পড়লেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সপ্তগ্রামে করলেন সভা। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তুলোধনা করলেন পদ্ম শিবিরের। বিজেপিকে লুটেরা পার্টি বলেও করলেন আক্রমণ। মোদীকে জুমলাবাজ বলেও করলেন আক্রমণ। আক্রমণের ঝাঁঝ তীব্র করেছেন সন্দেশখালি ইস্যুতেও। আক্রমণ করলেন রাজ্যপালকেও। বললেন…
- “বাবা রে! আমাকে আর রাজভবনে ডাকলে আমি আর যাব না। রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। আমাকে রাস্তায় ডাকলে যাব।”
- বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, “একটা পলিটিক্যাল পার্টি এমন হয়! সেই চোরের মায়ের আবার বড় বড় গলা। এরা হচ্ছে জনগনের পকেটমার। জনগনের সব টাকা লুঠ করেছে।”
- “৩৪ বছর লড়াই করে সিপিএমকে যদি ছুঁয়ে ফেলতে পারি তাহলে আপনাকেও লড়াই করে ভারত থেকে ছুড়ে ফেলে দেব। এটা মাথায় রাখবেন।”
- “বাংলা তো ছাড়ো, দিল্লি কি হবে! সাউথে শূন্য পাবে। সরকার হবে কি করে ইসবার ৪০০ পার হবে না।”