Tripura TMC: লক্ষ্য বিধানসভা নির্বাচন, চলতি মাসেই ত্রিপুরা যাচ্ছেন মমতা-অভিষেক
Tripura TMC: মনে করা হচ্ছে ১৯ জানুয়ারির পরই দু-তিন দিনের জন্য ত্রিপুরা যেতে পারেন অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায়। সভা করবেন তাঁরা।
কলকাতা: চলতি মাসের শেষে ত্রিপুরায় ভোট প্রচারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানুয়ারির তৃতীয় সপ্তাহে সভা করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দুই সভা ঘিরে তৃণমূলের প্রস্তুতি এখন তুঙ্গে। ১৭-১৯ জানুয়ারি মেঘালয় সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই বোলপুরে সভা রয়েছে তাঁর। সেটা এমাসের শেষেই হওয়ার কথা রয়েছে। মনে করা হচ্ছে ১৯ জানুয়ারির পরই দু-তিন দিনের জন্য ত্রিপুরা যেতে পারেন অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায়। সভা করবেন তাঁরা। সামনেই ফেব্রুয়ারি মাসে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। সেখানেই ত্রিমুখী লড়াইয়ের জায়গা তৈরি হয়েছে। একদিকে বাম-কংগ্রেস জোট, অন্যদিকে, বিজেপি। আর আদিবাসী সংগঠনগুলির সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও আসন সমঝোতা তৈরি হয় কিনা, সেই বিষয়টি দেখতে চান রাজনৈতিক বিশ্লেষকরা। বিধানসভা নির্বাচনের আগে মমতা-অভিষেকের এই ত্রিপুরা সফর নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। মেঘালয় ও ত্রিপুরা – দুই নির্বাচনই গুরুত্বের সঙ্গে দেখছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের এই সফরের প্রেক্ষিতে রাজনৈতিক অভিঘাত কীভাবে পড়ে, সেটাও দেখার। ইতিমধ্যেই ত্রিপুরায় শুরু হয়ে হিয়েছে রাজনৈতিক চর্চা। সূত্রের খবর, মূলত জনজাতি এলাকায় প্রচারে জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। ইবিআর ত্রিপুরায় পূর্ণাঙ্গ রাজ্য কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি ব্লক কমিটি তৈরি করা হয়েছে। কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে। ত্রিপুরার রাজ্য কমিটিতে ১১১ জনকে রাখা হয়েছে। এরই মধ্যে বিধানসভা ভোটের লক্ষ্যে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস।