AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kasba Law College Crime: কেন এত বড় গাফিলতি নিরাপত্তায়? কসবা কাণ্ডে রিপোর্ট তলব বিকাশ ভবনের

Kasba Law College Crime: কলেজে গণধর্ষণের ঘটনাটি সামনে আসতেই রিপোর্ট চেয়েছে বিকাশ ভবন। দ্রুত গভর্নিং বডির বৈঠক ডাকতে নির্দেশ দেওয়া হয়েছে কলেজকে।

Kasba Law College Crime: কেন এত বড় গাফিলতি নিরাপত্তায়? কসবা কাণ্ডে রিপোর্ট তলব বিকাশ ভবনের
ফাইল ফোটোImage Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Jun 28, 2025 | 10:18 AM
Share

কলকাতা: কসবার কলেজের ভিতরেই গণধর্ষণের শিকার ছাত্রী। এই ঘটনার পরই নড়েচড়ে বসল উচ্চশিক্ষা দফতর। সাউথ ক‍্যালকাটা ল কলেজের ঘটনায় রিপোর্ট তলব করল বিকাশ ভবন।

জানা গিয়েছে, কলেজে গণধর্ষণের ঘটনাটি সামনে আসতেই রিপোর্ট চেয়েছে বিকাশ ভবন। দ্রুত গভর্নিং বডির বৈঠক ডাকতে নির্দেশ দেওয়া হয়েছে কলেজকে।

একইসঙ্গে কলেজের নিরাপত্তায় কেন গাফিলতি ছিল, তার জবাব তলব করেছে উচ্চশিক্ষা দফতর। কলেজের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত নিরাপত্তারক্ষীর প্রয়োজন রয়েছে কি না, তা জানতে চাওয়া হয়েছে।

কসবার কলেজে প্রথম বর্ষের ছাত্রী গণধর্ষণের শিকার হন। মূল অভিযুক্ত কলেজের প্রাক্তনী তথা তৃণমূল ছাত্র পরিষদের নেতা। তিনি আবার কলেজের অস্থায়ী কর্মীও। গত ২৫ জুন ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেয় অভিযুক্ত। তা প্রত্যাখান করতেই যুবতীকে ধর্ষণ করে অভিযুক্ত। তাঁকে এই ঘৃণ্য অপরাধে সাহায্য করেছিল কলেজেরই দুই পড়ুয়া। তিনজনকেই গ্রেফতার করেছে পুলিশ।

আজ সকাল থেকেই গোটা কলেজ পুলিশের ঘেরাটোপে। ইউনিয়ন রুম থেকে গার্ড রুম, সর্বত্র বসে রয়েছে পুলিশ। রাস্তাতেও যথেষ্ট পরিমাণে পুলিশ উপস্থিত রয়েছে। ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে ঘটনাস্থল। সাউথ ক্যালকাটা ল কলেজ সকালেই আসেন পুলিশের আধিকারিকরা। তারা ঘটনাস্থল খতিয়ে দেখেন।