কলকাতা: আগামী শনিবার দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে বন্ধ থাকবে জল সরবরাহ। কলকাতা পুরনিগম যে জল সরবরাহ করে থাকে শহরের বিভিন্ন জায়গায়, সেই জলের ওপর নির্ভর করে থাকেন অনেকেই। ফলে একটা গোটা দিন জল বন্ধ থাকলে সমস্যায় পড়তে হতে পারে শহরের বাসিন্দাদের। তাই আগেভাগেই এই তথ্য জানিয়ে দেওয়া হয়েছে পুরনিগমের তরফে।
জানা গিয়েছে, গার্ডেনরিচ জল পরিশোধন প্রকল্পে সবথেকে বড় দৈর্ঘ্যের পাইপের ত্রুটি, রক্ষণাবেক্ষণ এবং একাধিক বুস্টার পাম্পিং স্টেশনের মেরামত করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরনিগম। সেই কারণেই আগামী ২১ জানুয়ারি অর্থাৎ শনিবার গার্ডেনরিচ প্রকল্প থেকে জল সরবরাহ হবে না।
বেহালা, রানিকুঠি, গড়ফা, কালীঘাট, চেতলা, বাঁশদ্রোণী, সেনাপল্লী, লালকা, পর্ণশ্রী বুস্টার পাম্পিং স্টেশনে জল সরবরাহ বন্ধ রাখা হবে। এর প্রভাব পড়বে ওই অঞ্চলের বহু পরিবারের ওপর। ৮ থেকে ১৪ নম্বর বরোর সবকটি ওয়ার্ডে জল বন্ধ থাকবে। অর্থাৎ টলিগঞ্জ, যাদবপুর, চেতলা, বেহালা, গড়িয়াহাট, কসবা, দক্ষিণ কলকাতার ই এম বাইপাস লাগোয়া ওয়ার্ডগুলির বাসিন্দারা শনিবার রাত পর্যন্ত আর জল পাবেন না।
পরের দিন অর্থাৎ রবিবার ২২ জানুয়ারি থেকে পরিস্থিতি আবার স্বাভাবিক হতে শুরু করবে। জল সরবরাহ বিভাগের ডিজি মৈনাক মুখোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, ‘গার্ডেনরিচ জল প্রকল্প থেকে জল সরবরাহের গতি বেড়েছে। উৎপাদন বেড়েছে। ফলে প্রকল্পের সঠিক রক্ষণাবেক্ষণ জরুরি। যে কারণে মাঝে মধ্যে মেরামতের কাজ করে থাকি। একটা দিন জল বন্ধ রেখে আমরা পুরো প্রক্রিয়া সম্পন্ন করব। আগামী শনিবার এই ত্রুটি মেরামতের জন্য জল বন্ধ থাকবে। রবিবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে।’