কলকাতা: পৌষ সংক্রান্তির সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকেছে কলকাতা। রবিবারের পর সোমবারও এক ছবি। সোমবার পুরুলিয়ার তাপমাত্রা নেমেছে ৬.১ ডিগ্রি সেলসিয়াসে। জেলার লোকজন বলছেন, পাহাড়ের আমেজ এখন পশ্চিমাঞ্চলের এই জেলায়। এদিন পাহাড়ি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল দার্জিলিংয়ে, ২.০ ডিগ্রি সেলসিয়াস।
তবে হাওয়া অফিস বলছে, মঙ্গলবার রাত থেকে উত্তর পশ্চিমের হাওয়ার দাপট কমতে থাকবে। এর অন্যতম কারণ, পশ্চিমী ঝঞ্ঝা থাকবে ঝাড়খন্ড সংলগ্ন এলাকায়। এছাড়াও একটি উচ্চচাপ বলয় তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। যার জেরে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করবে এ রাজ্যে। ফলে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় সামান্য বৃষ্টিও হতে পারে।
বুধবার ১৭ তারিখ ও পরদিন কলকাতা-সহ উপকূলের জেলাগুলিতে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। সোমবার কলকাতায় কুয়াশার দাপটে দৃশ্যমানতা তলানিতে পৌঁছয়। দমদমে দৃশ্যমানতা ছিল ৫০ মিটারের নীচে।
১৭ ও ১৮ জানুয়ারি উত্তরবঙ্গের সমস্ত জায়গায়ই বৃষ্টি হবে। ১৮ তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। ১৯ তারিখ আবার দুই বঙ্গে বৃষ্টি কমবে। এদিকে এই বৃষ্টির কারণে আবারও বাধাপ্রাপ্ত হবে শীত। ন্যূনতম তাপমাত্রা বাড়বে। ২০ জানুয়ারি পর্যন্ত আর তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।