Weather Update: জ্বলে-পুড়ে যাবেন, বাড়ি থেকে বেরনোই হয়ে উঠবে দায়! কী হবে ঠিক ২ দিন পর? আবহাওয়ার বড় আপডেট
Weather Update: আজ বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।

কলকাতা: শুক্রবার দোল। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রঙ খেলা। গরম বাড়লেও রাতের দিকে এখনও আবহাওয়া মোটামুটিভাবে আরামদায়ক। তবে উৎসব কাটলেই সব আরামের দফারফা। আবহাওয়ার যে পূর্বাভাস সামনে আসছে, তাতে বোঝাই যাচ্ছে, গরমে হাঁসফাঁস অবস্থা হবে রাজ্যবাসীর।
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্টে বলা হয়েছে, আগামী কয়েকদিন উত্তর-পশ্চিমের শুষ্ক এবং গরম হওয়ার দাপট বাড়বে। সেই কারণে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে।
আগামী ১৫ মার্চ পশ্চিমের জেলা অর্থাৎ পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূমে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামী ১৬ মার্চ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ চলবে। ১৭ তারিখেও দক্ষিণবঙ্গে সব জেলাতেই তাপপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে। ১৬ এবং ১৭ তারিখ কিছু কিছু জেলায় তাপপ্রবাহ না হলেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, পুরুলিয়ায় থাকবে এমন পরিস্থিতি।
এদিকে, আজ বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।
দক্ষিণবঙ্গে তাপমাত্রা একধাক্কায় ৪ ডিগ্রি বাড়তে চলেছে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। এবার তাপপ্রবাহের সতর্কতা জারি হওয়ায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের। বাড়ির বাইরে বেরনোর আগে সতর্ক থাকা জরুরি।





