কলকাতা: চলতি শতাব্দীর ‘শীতলতম’ মার্চ এখন অতীত। এপ্রিল হাজির। টিএস এলিয়টের কথায় বলা যায়, হাজির ‘ক্রুয়েলেস্ট মান্থ এপ্রিল’। নিষ্ঠুরই বটে, কারণ আবহবিদরা যে পূর্বাভাস দিচ্ছেন, তার প্রতিটি অক্ষরে আশঙ্কা। সোজা কথায়, এ বার হয়তো চৈত্রেই চল্লিশ! আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, দিনকয়েকের মধ্যেই ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যেতে পারে রাজ্যের পশ্চিমাঞ্চলের তাপমাত্রা। তালিকায় বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের মতো জেলা। ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে কলকাতার তাপমাত্রাও। তাপপ্রবাহ ঘোষণা করতে হয় কি না, নজর রাখছেন আবহবিদরা।
দিনকয়েক আগেও আরামের মার্চ কাটিয়েছে বঙ্গীয় আমজনতা। কলকাতার তাপমাত্রা একদিনও ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছোঁয়নি। মাসের গড় সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়িয়েছিল ৩২.২ ডিগ্রিতে, যা স্বাভাবিকের চেয়েও কম। জেলার প্রাপ্তিও কম নয়। তাপপ্রবাহ হানা দেয়নি। চল্লিশের চৌকাঠেও পা রাখেনি পারদ। কারণ, নিয়মিত ঝড়-বৃষ্টির আশীর্বাদ ছিল। সেই আশীর্বাদই এ বার কেড়ে নিচ্ছে প্রকৃতি। মৌসম ভবনের পূর্বাঞ্চলীয় প্রধান, অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলছেন, ‘আপাতত ঝড়-বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। জলীয় বাষ্প ঢোকার মতো কোনও পরিস্থিতি নেই। ফলে বাতাস শুকনো হয়ে যাচ্ছে। উত্তর-পশ্চিম দিক থেকে আরও শুকনো, গরম হাওয়া ঢুকবে।’ ফলে হু হু করে বাড়তেই থাকবে তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ১০ মে নাগাদ কলকাতার তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যেতে পারে। ১১-১২ মে নাগাদ পারদ উঠতে পারে ৩৯ ডিগ্রিতেও। কিন্তু সেখানেই পারদের দৌড় শেষ হওয়ার সম্ভাবনা কম। এর পরে ৪০ ডিগ্রি সেলসিয়াসও ছুঁয়ে ফেলতে পারে আলিপুরের তাপমাত্রা।
এপ্রিলে কলকাতার তাপমাত্রার চল্লিশে পৌঁছনো অস্বাভাবিক কোনও ঘটনা নয়। ২০১৪ ও ২০১৬ সালে একাধিক দিন কলকাতার তাপমাত্রা চল্লিশের উপরে ছিল। তবে ২০১৬ সালেই শেষ। তার পর আর কলকাতার এপ্রিলের তাপমাত্রা চল্লিশ ছোঁয়নি। গত বছর ২৫ এপ্রিল আলিপুরের তাপমাত্রা পৌঁছেছিল ৩৯.৬ ডিগ্রিতে। তার আগের বছর ৩৯.৭ ডিগ্রিতে। অবশ্য দু’বছরই দমদমের তাপমাত্রা চল্লিশ পেরিয়ে যায়। পার্থক্য একটাই, সময়টা ছিল বৈশাখের দিন দশেক পার করে। এ বার সেই তুলনায় অনেক আগেই দহন শুরু হয়ে যাওয়ার আশঙ্কা। পশ্চিমাঞ্চলে তাপমাত্রা আরও বেশি থাকতে পারে, হানা দিতে পারে লু, সতর্কবার্তা আবহাওয়া দফতরের।
অবশ্য এমন পোড়া গরমের পূর্বাভাসই গ্রীষ্মের শুরুতে দিয়েছিল আবহাওয়া দফতর। সেই নিরিখে মার্চ স্বস্তি দিয়েছে। এপ্রিলের প্রথম কয়েকদিনও আরামে কেটেছে। এপ্রিলের প্রথম দিন কলকাতার তাপমাত্রা ছিল মাত্র ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বস্তিতে দাঁড়ি, এ বার হুল ফোটাবে গরম হাওয়া। তৈরি হওয়া ছাড়া গতি নেই।