Weather Update: সংক্রান্তির ছবিটা দেখেই লেপ-সোয়েটার তুলে ফেলবেন না, মাঘের শুরুতেই…

Weather Update: এবারও মাঘের শুরুতে শীত ফেরার সম্ভাবনা। তবে, সেই শীত খুব বেশি হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

Weather Update: সংক্রান্তির ছবিটা দেখেই লেপ-সোয়েটার তুলে ফেলবেন না, মাঘের শুরুতেই...
Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jan 13, 2025 | 11:04 AM

কলকাতা: শনিবার রাত থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। পৌষ সংক্রান্তিতেও ঠাণ্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই। সোমবার সকালেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি। তবে এই পরিস্থিতি দেখে এখন লেপ-কম্বল বা সোয়েটার সরিয়ে ফেললে চলবে না। ভুলে গেলে হবে না এখনও অপেক্ষা করছে মাঘ। আলিপুর আবহাওয়া দফতর থেকে পূর্বাভাসে জানানো হয়েছে, সংক্রান্তিতেও কনকনে শীতের আশা নেই।

আজ, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন রাতের তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানা যাচ্ছে। দিনের তাপমাত্রাও স্বাভাবিকের উপরে থাকার সম্ভাবনা রয়েছে।

আর এই ঠাণ্ডা কমে যাওয়ার পিছনে রয়েছে জোড়া ঝঞ্ঝার হাত। তবে ঝঞ্ঝা সরলে মাঘের শুরুতে ফিরতে পারে শীত। প্রবাদ আছে, ‘মাঘের শীত বাঘের গায়ে’ অর্থাৎ সাধারণত প্রতি বছরই মাঘে কনকনে ঠাণ্ডা পড়ে। এবারও মাঘের শুরুতে শীত ফেরার সম্ভাবনা। তবে, সেই শীত খুব বেশি হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ সেলসিয়াস। পরিষ্কার থাকবে আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। শীতপ্রেমী বাঙালি এবার সেভাবে শীত উপভোগই করতে পারেনি। পৌষ মাসে শীত পড়েনি সেভাবে। তাই, মাঘে অন্তত কিছুটা যাতে উপভোগ করা যায়, সেই আশাই করছেন রাজ্যবাসী।