সপ্তাহান্তে বৃষ্টি, মেঘ কাটিয়ে আগামী সপ্তাহেই নামবে পারদ
আজ থেকেই উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টি হতে পারে।
কলকাতা: সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা। যদিও শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। শনিবারও তাপমাত্রা খানিকটা বাড়বে। তবে রবিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তেমনটা হলে ফের ঠান্ডা পড়ার সম্ভাবনা থাকছে বঙ্গে।
আরও পড়ুন: বিজেপি নেতা মণীশ শুক্লা খুনে গ্রেফতার ‘শার্প শুটার’ অনীশ
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। শনিবার তাপমাত্রা বাড়লেও রবিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর জেরে নামবে পারদ।
আরও পড়ুন: রাজ্যপালের ভাষণ ছাড়াই আজ বাজেট পড়বেন মমতা
শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই হালকা বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে কলকাতা-সহ উপকূলীয় জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা শীতল বাতাস ও সমুদ্রের উপর থেকে আসা জলীয়বাষ্পপূর্ণ বাতাসের মিশ্রণেই এই বৃষ্টি। তবে এই মেঘ-বৃষ্টির খেলা কাটিয়ে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ফের ঠান্ডা পড়বে।