বিজেপি নেতা মণীশ শুক্লা খুনে গ্রেফতার ‘শার্প শুটার’ অনীশ
গত ৪ অক্টোবর উত্তর ২৪ পরগনার টিটাগড়ে আততায়ীর গুলিতে খুন হন মণীশ।
কলকাতা: বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের ঘটনায় গ্রেফতার এক। অভিযুক্ত শুটার অনীশ ঠাকুরকে তামিলনাডু থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সেখানে ডাকাতি করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়েন তিনি। তামিলনাডুতে গিয়েই ধৃতকে জেরা করবে সিআইডি। পরবর্তীকালে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেবেন তদন্তকারীরা।
মণীশ শুক্লা খুনের ঘটনায় প্রথম থেকেই অনীশকে খুঁজছিল সিআইডি। বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের চার মাস পর বৃহস্পতিবার তামিলনাডুতে একটি ডাকাতির চেষ্টার ঘটনায় গ্রেফতার করা হয় তাঁকে। সিআইডি সূত্রে খবর, একটি বড়সড় ডাকাতির পরিকল্পনা নিয়ে এদিন গিয়েছিলেন অনীশ। কিন্তু শেষ মুহূর্তে তা ভেস্তে যায়। পুলিশের হাতে ধরা পড়ে যান তিনি।
অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করতে তামিলনাডু যাচ্ছে সিআইডির একটি দল। এরপর আদালতের মাধ্যমে নিজেদের হেফাজতেও নেবেন তদন্তকারীরা। বিজেপি নেতা খুনের পর থেকেই ফেরার ছিলেন অনীশ। এই ঘটনায় তাঁর গ্রেফতারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধৃতকে জেরা করেই মণীশ খুনের রহস্য ভেদ হতে পারে। কে বা কারা এই ঘটনায় যুক্ত সে দিশাও পাবে সিআইডি।
গত ৪ অক্টোবর উত্তর ২৪ পরগনার টিটাগড় থানা থেকে সামান্য দূরে গুলি করে খুন করা হয় বিজেপি নেতা মণীশ শুক্লকে। তদন্তে নেমে পুলিস সিসি ক্যামেরায় বেশ কিছু তথ্য পায়। দেখা যায়, ঘটনার সময় মণীশের গাড়িটি বিটি রোডের ধারে দাঁড় করানো ছিল। বেশ কয়েকজনের সঙ্গে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন তিনি। সে সময়ই মোটর বাইকে এসে কেউ খুব কাছ থেকে গুলি চালায় মণীশের উপর। ঘটনার ৮৭ দিনের মাথায় ব্যারাকপুর আদালতে চার্জশিট পেশ করে তারা। এখনও অবধি ১০ জনকে গ্রেফতারও করা হয়েছে।
মণীশ খুনের ঘটনায় ইতিমধ্যেই ব্যারাকপুর আদালতে প্রথম চার্জশিট পেশ করেছে সিআইডি। এই ঘটনায় যে ১০ জনকে গ্রেফতার করা হয় তাদের জেরা করেই উঠে আসে অনীশের নাম। কিন্তু প্রথম থেকেই ভিনরাজ্যে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। একাধিক চেষ্টাতেও তাঁকে ধরা যায়নি। অবশেষে তামিলনাডু থেকে গ্রেফতার করা হল তাঁকে।