Weather Update: ফিরছে শীত, কবে থেকে? জানাল আবহাওয়া দফতর
Weather Update: পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা আরও নামতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ১০ ডিগ্রিতে নামতে পারে পশ্চিমাঞ্চলের পারদ। তবে এর মধ্যেও রয়েছে খারাপ খবর। যাওবা তাপমাত্রা নামবে, তা স্থায়ী হবে না বেশিদিন।
কলকাতা: মাঝের কয়েকদিনের বিরতি। ঝঞ্ঝার বাধা কাটিয়ে মঙ্গলবার থেকেই ফিরছে শীত। তবে জাঁকিয়ে নয়, ফিরছে হালকা শীতই। জানাল আলিপুর আবহাওয়া দফতর। সোমবার সকালে কলকাতার পারদ উঠেছে ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার থেকে ৩-৪ ডিগ্রি পারদপতনের সম্ভাবনা রয়েছে। ১৪ ডিগ্রিতে নামতে পারে কলকাতার তাপমাত্রা।
পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা আরও নামতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ১০ ডিগ্রিতে নামতে পারে পশ্চিমাঞ্চলের পারদ। তবে এর মধ্যেও রয়েছে খারাপ খবর। যাওবা তাপমাত্রা নামবে, তা স্থায়ী হবে না বেশিদিন। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই দফাতেও শীত স্থায়ী হবে না। ১-৬ জানুয়ারির মধ্যে জোড়া ঝঞ্ঝার ইঙ্গিত রয়েছে।
ডিসেম্বর শেষ! কিন্তু চেনা শীতের দেখা মিলল না বর্ষশেষে। তবে নতুন বছরের শুরুতেই চেনা শীতের কিছুটা হলেও দেখা মিলবে। রবিবারও দক্ষিণবঙ্গের বেশ কিছু হালকা বৃষ্টি হয়েছে। দক্ষিণের বাকি জেলাগুলিতে আবহাওয়া মোটের উপর শুকনো থাকবে। তবে সকালের দিকে কুয়াশার কারণে সমস্যা হতে পারে বেশ কিছু জেলায়। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে কুয়াশা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।