West Bengal Weather: সকালে রোদ ঝলমলে, আর বিকেল? বাড়ি ফেরার সময়ই ফের ভিজতে হবে? উত্তর দিল হাওয়া অফিস
West Bengal, Kolkata Weather Report: পশ্চিমবঙ্গের আবহাওয়া: বেলা বাড়লে যে তাপও বাড়বে তাতেও কোনও সন্দেহ নেই। কিন্ত এটা তো প্রতিদিনের ছবি। বিকাল গড়াতেই পড়ছে রোদ। কালো আকাশ ঝমঝমিয়ে ভিজিয়ে যাচ্ছে শহর তথা শহরতলিকে। বিপাকে পড়ছে অফিস ফিরতি মানুষ। মঙ্গলেও কি তেমন সম্ভবনা রয়েছে?

কলকাতা: মিঠে রোদে ভরেছে শহর। আকাশের মুখটাও আর গোমড়া নেই। কোথাও কোথাও কালো মেঘগুলো ‘দুঃখের মতো’ জমেছে ঠিকই। তবে দিন শুরু হয়েছে রোদ ঝলমলে পরিবেশেই। বেলা বাড়লে যে তাপও বাড়বে তাতেও কোনও সন্দেহ নেই। কিন্ত এটা তো প্রতিদিনের ছবি। বিকাল গড়াতেই পড়ছে রোদ। কালো আকাশ ঝমঝমিয়ে ভিজিয়ে যাচ্ছে শহর তথা শহরতলিকে। বিপাকে পড়ছে অফিস ফিরতি মানুষ। মঙ্গলেও কি তেমন সম্ভবনা রয়েছে?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার গোটা দিনই প্রায় থাকবে মেঘমেদুর। আকাশ জুড়ে ‘খেলা করবে’ তুলোর মতো মেঘেরা। তবে বৃষ্টির সম্ভবনা যে একেবারে নেই এমনটাও নয়। চলতি বছরে বাংলায় বৃষ্টির পরিমাণ ঠিক থাকলেও, আর সকল রাজ্য, বিশেষ করে উত্তরের দিকের রাজ্য়গুলিতে আকাশ হয়ে নেমেছে অতিরিক্ত জলধারা। সাধারণের থেকেই বেশি বৃষ্টি হয়েছে সেখানে। বাংলাতেও ভালই হয়েছে, তবে অত্যাধিক নয়।
হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবারও সেই সম্ভবনা থেকে শহরকে দূরে রাখা গেল না। একাধারে গোটা দিনটা যেমন মেঘলা থাকবে। ঠিক তেমনই দুপুর থেকে রং বদলাবে আকাশ। করবে মুখ ভার। আর সন্ধ্যা থেকে হতে পারে হালকা-মাঝারি বৃষ্টিপাত। যেমনটা প্রায় প্রতিদিনই চলছে। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ছুয়েছে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছুয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াসের গন্ডি। এছাড়াও বাতাসে সর্বোচ্চ আদ্রতা থাকবে ৯৬ শতাংশ। সর্বনিম্ন ৭০ শতাংশ।
