West Bengal Weather: শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, বাংলার কপালে কি ফের দুর্যোগ? আজ কোথায় কোথায় বৃষ্টি হবে, বলে দিল হাওয়া অফিস
West Bengal, Kolkata Weather Report: দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত খুব একটা বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

কলকাতা: দুই বঙ্গ যেন দুই মেরু! একদিকে কাঠফাটা রোদ, গরম। অন্যদিকে লাগাতার ঝমঝমিয়ে বৃষ্টি হয়েই চলেছে। দুর্গা পুজোর আগেই আবহাওয়ার খামখেয়ালিপনা যেন আরও বেড়ে গেল। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি থাকবে। স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা থাকবে। আজ ও আগামিকাল বৃষ্টির পরিমাণ কম থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। আজ সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়।
দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত খুব একটা বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
উত্তরবঙ্গে আজ সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়।
সিস্টেম-
গুজরাট ও সংলগ্ন রাজস্থান এলাকায় যে নিম্নচাপ রয়েছে, তা ক্রমে শক্তি বাড়াচ্ছে। সুস্পষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। উত্তর গুজরাট এবং দক্ষিণ-পশ্চিম রাজস্থানে এটি অবস্থান করছে। এটি পশ্চিম দিকে এগিয়ে, দক্ষিণ-পশ্চিম রাজস্থান এবং কচ্ছ এলাকার উপরে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। সোমবার বিকেলের দিকে এটি আরও পশ্চিম এগিয়ে পাকিস্তানের দিকে চলে যাবে এবং ধীরে ধীরে শক্তি হারাবে।
মৌসুমী অক্ষরেখা ফের ওড়িশায় অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা গুজরাট এবং দক্ষিণ-পশ্চিম রাজস্থানের গভীর নিম্নচাপের উপর দিয়ে কোটা, গুনা, দামহো, বিলাসপুর ও পুরী থেকে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
কলকাতার আবহাওয়া-
আজ সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে শহর কলকাতায়। বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে। আজকের তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকবে। আংশিক মেঘলা থাকবে আকাশ। আজ ও আগামিকাল বৃষ্টির সম্ভাবনা কম। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিলবে। না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে।
কলকাতায় বুধবার ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার থেকে কমবে বৃষ্টি। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬৫ থেকে ৮৯ শতাংশ।
দক্ষিণবঙ্গের আবহাওয়া-
আজ, সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। দক্ষিণবঙ্গের কিছু জেলার কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার গরম ও অস্বস্তি অনেকটাই বাড়বে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সামান্য বাড়বে। দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। বুধবার এবং বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি কয়েক পশলা বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে থাকবে দমকা ঝোড়ো বাতাস। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বাতাস বইতে পারে।
মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা কিছুটা কমবে। শুক্রবার থেকে ফের কমবে বৃষ্টির পরিমাণ। বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি।
উত্তরবঙ্গের আবহাওয়া-
উত্তরবঙ্গে বৃষ্টি থেকে নিস্তার নেই। বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। উপরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। বুধবারে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে। বৃহস্পতিবারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শনিবার শুধু আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
