বামেদের নতুন প্যারোডিতে এবার ঊষা উত্থুপের ‘উরি উরি বাবা’!

ঊষা উত্থুপের গানকে বামেরা বলতেন অপসংস্কৃতি। যদিও প্রয়াত মন্ত্রী তথা সিপিএম নেতা সুভাষ চক্রবর্তীর উদ্যোগে ঊষার এক নাইট শো ছেড়ে যখন একের পর এক মন্ত্রী উঠে যাচ্ছিলেন তখন শেষ পর্যন্ত তাঁর গান বসে শুনেছিলেন জ্যোতি বসু।

বামেদের নতুন প্যারোডিতে এবার ঊষা উত্থুপের ‘উরি উরি বাবা’!
টুম্পা সোনা, লুঙ্গি ড্যান্সের পর এবার বামেদের প্যারোডিতে উরি উরি বাবা
Follow Us:
| Edited By: | Updated on: Mar 22, 2021 | 1:03 AM

কলকাতা: প্রচারে ঝড় তুলতে আবারও এক জনপ্রিয় গানের প্যারোডি তৈরি করল বামেরা। ‘টুম্পা সোনা,’ ‘লুঙ্গি ড্যান্স’-এর পর এবার আর এক জনপ্রিয় অথচ পুরনো গানের প্যারোডি করে বিজেপি ও তৃণমূলকে আক্রমণে শানাল তারা। সেইগানের নাম ‘উরি উরি বাবা’, গেয়েছিলেন ঊষা উত্থুপ। তাঁর সেই গানের সুরে বামেদের বাঁধা প্যারোডির ছত্রে ছত্রে আছে আক্রমণ। গানের লাইনে আছে, “গোয়ালঘরে চোর ঢুকেছে/কোথায় সি বি আই?/ইধার কা মাল উধার হবে/এর বেশি কি চাই। গানের আর এক জায়গায় লেখা হয়েছে, “কোথায় ছিলে, শান্ত ছেলে/যখন দিলো নারদ ঘুষ/হঠাৎ করে, দল বদলে/ফিরবে বলছো তোমার হুঁশ।” এই গানটি গেয়েছেন এসএফআই নেত্রী রিয়া দে এবং নীলাব্জ নিয়োগী। এই গানের লিরিকও লিখেছেন রাহুল পাল।

রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক প্রচারে গান আলাদা করে জাযগা নিচ্ছে। আর এতে রীতিমতো অন্যদের পাল্লা দিচ্ছে বামেরা। একদিকে বিজেপির ‘পিসি যাও’, অন্যদিকে তৃণমূলের ‘খেলা হবে’, এসবের মধ্যে সোশ্যাল মিডিয়ায় আলাদা ফ্যান বেস তৈরি করেছে ‘টুম্পা’ প্যারোডি। গত কয়েকদিনে তার পর সাড়া জাগিয়েছে এরকম একাধিক প্যারোডি, নতুন গান। ইউটিউবেও তরতর করে বেড়েছে ভিউয়ার। বামেদের ব্রিগেড সমাবেশের প্রচার গানেও জায়গা করে নিয়েছিলো টুম্পা সোনা। জনপ্রিয় টুম্পা সোনা গানের অনুকরণে ব্রিগেড সমাবেশ নিয়ে লেখা গান ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তৃণমূল-বিজেপি যে একই মূদ্রার এপিঠ-ওপিঠ এবং রাজ‍্যে একমাত্র বিকল্প যে বাম – মূলত তাই ‌বোঝানো হয়েছিল সেই গানের মাধ্যমে। মূলত বামপন্থীরাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন সেই গান‌। তালিকায় ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র থেকে শুরু করে অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এবার ‘উরি উরি বাবা’-র প্যারোডিও ইতিমধ্যে হিট। সোশ্যাল মিডিয়ায় চলছে দূরন্ত গতিতে শেয়ার।

আরও পড়ুন: ‘রাজনৈতিক জীবনে আমিও কম দুঃখ পাইনি’ শিশির প্রসঙ্গে শোভনদেব

টুম্পা সোনা গান নিয়ে সমালোচনা হয়েছে অনেক। তবে ঊষা উত্থুপের ‘উরি উরি বাবা’ গানের প্যারোডির আলোচনায় উঠে আসছে অন্য এক প্রসঙ্গ। তখন রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। ঊষা উত্থুপের গানকে বামেরা বলতেন অপসংস্কৃতি। যদিও প্রয়াত মন্ত্রী তথা সিপিএম নেতা সুভাষ চক্রবর্তীর উদ্যোগে ঊষার এক নাইট শো ছেড়ে যখন একের পর এক মন্ত্রী উঠে যাচ্ছিলেন তখন শেষ পর্যন্ত তাঁর গান বসে শুনেছিলেন জ্যোতি বসু। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেছিলেন, এটা অপসংস্কৃতি নয়? স্বভাবসিদ্ধভাবে জ্যোতিবাবুর সংক্ষিপ্ত জবাব ছিল, “আমি তো তেমন কিছু দেখলাম না।” সুভাষ ঘনিষ্ঠ অথচ বামেদের একাংশ যে গায়িকার গানকে অপসংস্কৃতি বলে দাগিয়ে দিতেন, সেই ঊষার গাওয়া ‘উরি উরি বাবা’ গান দিয়েই একুশের ভোটের প্রচার করছেন নতুন প্রজন্মের কর্মী ও সমর্থকেরা!