Arjun Singh: অর্জুনকে টিকিট দেবে বিজেপি? সম্ভাবনা উড়িয়ে দিলেন না সুকান্ত, কী বললেন

Pradipto Kanti Ghosh | Edited By: Soumya Saha

Mar 12, 2024 | 1:25 PM

Bengal BJP: তাহলে কি এবার ফের বিজেপিতে ফেরার চিন্তাভাবনা চালাচ্ছেন অর্জুন? এই নিয়ে যখন জোর চর্চা চলছে রাজ্য রাজনীতির অন্দরমহলে, তখন সেই গুঞ্জন আরও বাড়িয়ে দিলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। উনিশের লোকসভায় বিজেপির টিকিটেই প্রার্থী হয়েছিলেন অর্জুন। এবারও কি বিজেপির থেকে প্রার্থী হতে পারেন ব্যারাকপুরের 'স্ট্রং ম্যান'? সম্ভাবনা একেবারে উড়িয়ে দিলেন না সুকান্ত, বরং দলের পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্তের উপরেই তা ছেড়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি।

Arjun Singh: অর্জুনকে টিকিট দেবে বিজেপি? সম্ভাবনা উড়িয়ে দিলেন না সুকান্ত, কী বললেন
অর্জুন প্রসঙ্গে কী বললেন সুকান্ত
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: লোকসভা ভোটের জন্য বিয়াল্লিশ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। আর তারপরই একপ্রকার মন ভেঙেছে ব্যারাকপুরের বিদায়ি সাংসদ অর্জুন সিংয়ের। বিজেপি ছেড়ে তৃণমূলে ঘর ওয়াপসি, তারপরও টিকিট না পেয়ে বেশ অভিমানী অর্জুন। তৃণমূলের কাছে নিজেকে আনওয়ান্টেড মনে করছেন তিনি। তাহলে কি এবার ফের বিজেপিতে ফেরার চিন্তাভাবনা চালাচ্ছেন অর্জুন? এই নিয়ে যখন জোর চর্চা চলছে রাজ্য রাজনীতির অন্দরমহলে, তখন সেই গুঞ্জন আরও বাড়িয়ে দিলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। উনিশের লোকসভায় বিজেপির টিকিটেই প্রার্থী হয়েছিলেন অর্জুন। এবারও কি বিজেপির থেকে প্রার্থী হতে পারেন ব্যারাকপুরের ‘স্ট্রং ম্যান’? সম্ভাবনা একেবারে উড়িয়ে দিলেন না সুকান্ত, বরং দলের পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্তের উপরেই তা ছেড়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি।

ব্যারাকপুরের বিদায়ি সাংসদ অর্জুন সিংয়ের সঙ্গে যে বিজেপির যোগাযোগ রয়েছে, সে কথাও অস্বীকার করলেন না সুকান্ত মজুমদার। বললেন, ‘যোগাযোগ নেই এমন কোনও বিষয় নেই। যোগাযোগ তো বহুদিন ধরেই আছে। সকলের সঙ্গেই সকলের যোগাযোগ থাকে।’ অর্জুন সিংয়ের যে বিজেপি ছেড়ে তৃণমূলে চলে যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল না, সে কথাও স্মরণ করিয়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। সুকান্ত বলেন, ‘অর্জুন সিং আমাদের টিকিটে জিতেছিলেন। তারপর তিনি তৃণমূলে চলে গিয়েছিলেন। এখন তাঁর বোধোদয় হয়েছে, বলছেন তাঁর চলে যাওয়ার সিদ্ধান্তটা ভুল ছিল। সেটা তো আমরা আগেই বলেছিলাম। কারণ, শেষ পর্যন্ত বিজেপিই মানুষের ভাল বোঝে, মানুষের সঙ্গে থাকে। বিজেপিই মানুষকে সঠিক পথ দেখাতে পারে।’

তৃণমূলের থেকে টিকিট না পাওয়ার পরই অভিমানী অর্জুন সিং। একরাশ আক্ষেপ নিয়ে নিজেই বলছেন, তৃণমূল তাঁর দেড় বছর সময় ‘নষ্ট’ করেছে। তৃণমূলের সঙ্গ ত্যাগের জল্পনা উস্কে দিয়ে অর্জুন বলেছেন, ‘জানতে পারবেন আমি তৃণমূলে আছি কি নেই? খুব তাড়াতাড়িই জানতে পারবেন।’ কিন্তু তৃণমূল ছাড়লে তিনি কি আবার বিজেপিতে ফিরে যাবেন? ফিরলে কি তাঁকে প্রার্থী করা হবে? সেই বিষয়ে প্রশ্নে সুকান্তর স্পষ্ট বক্তব্য, ‘এটা দলের পার্লামেন্টারি বোর্ড স্থির করবে।’

Next Article