কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে দলীয় কর্মীদের নিবিড় জনসংযোগের বার্তা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা (JP Nadda)। এইদিন থেকে বস্তি সম্পর্ক ও গ্রামসম্পর্ক অভিযান শুরু হল। দেশের ৭৫ হাজার বস্তিতে সম্পর্ক অভিযানের সূচনা করলেন জেপি নাড্ডা। জেপি নাড্ডা বলেন, “আমরা কেক কেটে মোদীজীর জন্মদিন পালন করছি না। আমরা সেবা কর্মসূচি নিয়েছি।”
দেশজুড়ে বিজেপি কর্মীদের ভিডিয়ো বার্তা দিয়ে জেপি নাড্ডা বলেন, ২০২৫-এর মধ্যে টিবি রোগ দেশ থেকে দূর করার ব্রত নিয়েছেন প্রধানমন্ত্রী। ১৩০ কোটির দেশকে করোনার সুরক্ষাকবচ দিয়েছেন নরেন্দ্র মোদী। মাত্র ৯ মাসেই করোনার ভ্যাকসিন এসেছে দেশে। দলীয় কর্মীদের প্রতি নাড্ডার বার্তা, “আপনারা মানুষের ঘরে ঘরে বলুন মোদীর এই সাফল্যের কথা। আপনি যখন বস্তিতে বা গ্রামে যাবেন, মানুষের ঘর দেখুন, তাঁদের অভাব অভিযোগ শুনুন। কৃষকদের কাছে যান। ১ কোটি ৭০ লক্ষ মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনায় উপকৃত। এই সম্পর্ক অভিযানকে কার্যক্রম হিসাবে না নিয়ে আন্দোলন মনে করুন।”
Wishing our hon Prime Minister Narendra bhai Modi a very happy birthday … @narendramodi
— Salman Khan (@BeingSalmanKhan) September 17, 2022
Wishing PM Narendra Modi a happy birthday.
— Rahul Gandhi (@RahulGandhi) September 17, 2022
Heartiest greetings to the Hon’ble Prime Minister Shri @narendramodi ji, on his 72nd birthday.
I pray to God for your good health and happiness.
— Mamata Banerjee (@MamataOfficial) September 17, 2022
I extend my warm greetings to Hon’ble Prime Minister Shri @narendramodi ji on his birthday.
May you have many more years of good health and well-being.
— Abhishek Banerjee (@abhishekaitc) September 17, 2022
Your dedication for the welfare of our country and its people is highly appreciated. May you have the strength and health to achieve all your goals. Take a day off and enjoy your Birthday, sir. Happy Birthday @narendramodi
— Shah Rukh Khan (@iamsrk) September 17, 2022
শনিবারই ৭৩ বছরে পা দিলেন নরেন্দ্র মোদী। সকাল থেকেই শুভেচ্ছার বন্যা সোশ্যাল মিডিয়ায়। রাজনীতির জগৎ থেকে বিনোদন, খেলা, দেশের তাবড় ব্যক্তিত্ব শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রীকে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, শরদ পাওয়ার, তেজস্বী যাদব, নীতীশ কুমার টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন মোদীকে। শুভেচ্ছা জানিয়েছেন বিরাট কোহলি, মীরাবাঈ চানু, সচিন তেণ্ডুলকর, যুবরাজ সিং। শুভেচ্ছা জানিয়েছেন সলমান খান, অক্ষয় কুমার, অজয় দেবগন, শাহরুখ খানরাও।